Popular Post

on rickshaw at jamalpur-melandoho highway 
at roof top of Ever Green Life General Hospital

beard 

at reliant hospital, jamalpur

with KOFS members (kyokushin)

after a hardcore kyokushin practice 

at 100 feet road

with Sensei Abdullah Mohammed Hossain (black belt 3rd dan)

after a amazing dinner with WKO Bangladesh members (KO Fight Studio)

at police line, jamalpur

without glass 

at medical laboratory 

clean shaved

eating mango


Passage Bird"

we are heretics! 

I Travel All Around The Country On Covert Assignments. My Life Is Different. My Movement Is Mysterious. I've A Heart With Both Cruelity And Softness. I'm Alone. I Attracts Everyone But Never Make Any Bondings. I Rushes Whenever Any Crime Or Injustice Takes Place. I Plays With Dangers, Fights With Death....

খ্যাঁক খ্যাঁক খ্যাঁক...

ভবিষ্যৎ পৃথিবীর বিখ্যাতদের একজন ইনশাআল্লাহ। ;)
আমিও মানুষ...। আনন্দের কান্না আর কষ্টের হাসি হাসতে পারা একজন মানুষ...।

আমি হাসতে ভালোবাসি। আর তাই মন যাতে খারাপ না থাকে তাঁর সব রকম সূত্র আবিষ্কারের চেষ্টা করি।

আমি সব সময় হাসতে পারি বলে ভেবে বসো না যে, আমি রঙ্গ-মঞ্চের ভাঁড়!!

অন্ধকার পথে আলোর হাতছানি একমাত্র পতঙ্গ কেই লোভী করতে পারে!!! আমি মানুষ; সুতরাং লোভী হওয়া আমার কাজ নয়।

পৃথিবীর সব মানবের মাঝে নিজের ভাবনার মিল খুঁজিতে যাওয়া বোকামি ।

যারা বলে নিজেকে অন্যের জন্য বিলিয়ে দাও! তাদের ভাবনা ভুলে ভরা !!! আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি জ্ঞান বিলিয়ে দেওয়া জীবনের সবচেয়ে বড় গুণ । তাই মানুষের কাছে আমার জ্ঞান গুলো শেয়ার করি। 

আলোর অপর পিঠ সবসময় ই কালো। :)
"বাস্তবতা নিতান্তই একটা মায়া, কিন্তু এই মায়া নিরন্তর একই রকম বাস্তব...।" :)

জীবনের জন্য অনিয়মই বড় নিয়ম, অস্বাভাবিকতাই অতি স্বাভাবিক. . অনিয়মকে অনিয়ম এবং অস্বাভাবিকতাকে অস্বাভাবিকতার কাতারে ফেললে জীবনের ছন্দপতন অনিবার্য. . . . .। :)

'সময়', 'স্রোত' এবং অধিকাংশ ক্ষেত্রে 'মানুষ' কারো জন্য অপেক্ষা করে না...। আপনি নেই বলে কারো কাজ থেমে থাকবে-এমন ভাবার কোন কারণ নেই। :)

forget about it…what someone said to hurt you, forget about a situation that didn’t go your way. For each day brings a fresh opportunity. Each day brings us another chance to get it right…to feel good. If things get hairy just wait for tomorrow and remember “the sun will come out” .

Oh stop! Yes you…stop complaining about your situation! Stop and think! is life really that bad or do your actions and thinking make it so? Look around and see what you have and then think "is it really so bad? "

হুহ!!! প্রতিবার হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে আমি বেঁচে থাকব??? আর তুমি হাসবে তোমার গৌরবে??? এতটা গর্বিত তো আমি তোমাকে হতে দিতে পারি না যে তুমি আমা হতে অনেক উচ্চে চলে যাবে!!! আজ হতে আমার পূজা বন্ধ । তোমার জানা নাই দেবী বাচে দেবতার পুজায় । আজ হতে আমি আর নৈবদ্য সাজাবো না । ফুলের অর্ঘ্য রচবো না । আজ হতে আমিও দেবতা । নিজেরে পূজিবো আমি । দেখি কে কারে যতনকরে!!! দেখি কোথায় আমায় ছাড়া তোমার স্বর্গ সাজে ??? </3
চারপাশ শূন্যতা দিয়ে ঘেরা!!! আমি অবাক হয়ে আবিষ্কার করলাম; এই শূন্যতা কখনও কাটবে না !!! কারণ শূন্যর মান যে অসীম!!!


ঊত্তম পুরুষে নিজের ব্যপারে বলতে গিয়ে সঙ্কোচে থমকে গিয়েছি সর্বদাই সর্বত্র…তবে এটি বাস্তব নয়, এখানে যা হয় তা বাস্তবতা নয়; অতএব আমি স্বচ্ছন্দ্যে আমার নিজের তৈরী করা গণ্ডী টপকে বেরিয়ে আসতে পারি…আমি কৃত্রিম দ্বৈতসত্বা তৈরী করে নিয়েছি নিজের ও অপরের মাঝে সেতুবন্ধন গড়তে; গতকালকের, আজকের এবং আগামী কালকের আমি কখনোই এক নই কিংবা হবোনা… ঘৃণা রয়েছিলো, আছে এবং র'বে সেসব হতভাগাদের প্রতি যারা পরবিরোধীতাকে নিজেদের আদর্শ করে নিয়েছে এবং যারা শুদ্ধতমের মাঝেও বিন্দুসম অশুদ্ধি আবিষ্কার করে আসরে অপরকে অপদস্ত করার ফিকির করে।

"have to frame such a life when you will laugh while dying,but the whole world will cry for you"

"তোমরা যারা জাতীয়তাবাদ নিয়ে লাফালাফি করো তাদের জন্যে শেষ নবী মুহাম্মদ আঃ এর অমীয় বানী"

“যে জাতীয়তাবাদ তথা আসোবিয়্যাহ‘র জাহিলি আহবানের দিকে মানুষকে ডাকে সে যেন তার পিতার লজ্জাস্থান কামড়ে ধরে পড়ে আছে (তাকে ছাড়তে চাইছে না)।” এরপর রাসূলুল্লাহ সাঃ বলেন, এবং একথাটি লুকিয়ে রেখো না। অর্থাৎ বলার ক্ষেত্রে কোনো লজ্জা বা অস্বস্তিবোধ করো না। إِذَا الرَّجُلُ تَعَزَّى بِعَزَاءِ الْجَاهِلِيَّةِ فَأَعِضُّوهُ بِهَنِ أَبِيهِ وَلَا تَكْنُوا [মুসনাদে আহমাদ, হাদীস: ২১২৩৬]


"পাড়া মহল্লার পাগলা কুকুর কে বিশ্বাস করা যায়, কিন্তু অনলাইনে শিক্ষিত ভদ্র লোককেও বিশ্বাস করা যায় না" ___জাতির নানা

"এক জীবন আর কতটা নষ্ট হবে! এক মানবী কতটা আর কষ্ট দিবে!" ___হেলাল হাফিজ

তুমি কি জুলেখা, শিরী, সাবিত্রী, নাকি রজকিনী?
চিনি, খুব জানি তুমি যার তার, যে কেউ তোমার,
তোমাকে দিলাম না - ভালোবাসার অপূর্ব অধিকার।
___হেলাল হাফিজ


♻ Sought For Interaction Matrimony♻

একজন আদর্শ জীবন সঙ্গিনীর শিখতে হবেঃ

পাশ্চাত্যের অভিজাত শ্রেণীর জীবনধারার অনুকরণাত্মক বাঙালীয়ানা। পরিপূর্ণ সকল ধর্মীয় জ্ঞান, ইংরেজি-আরবী, IT Speciality, পোশাক-আশাক, আহারাদি, পানীয়, প্রসাধন, আদব-কায়দা, পাব্লিক স্পিকিং, জনপ্রিয় সঙ্গীত আর সাহিত্য, সিনেমা-থিয়েটার, গণতান্ত্রিক-সমাজতান্ত্রিক রাজনীতি, বাণিজ্য কৌশল, সেক্রেটারিয়েল কোর্স। সবই বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে- সেল্ফ ড্রাইভিং ভেহিকল, কারাতে (সেল্ফ ডিফেন্স)।

e-mail: marufjb@gmail.com

Families and individuals, female Muslims in bone and marrow, cultured, educative with at least two language, besides bangla, arabic and english at home and abroad, may lead to matrimonial integration. Islam of world vision is sought. narrowers not needed. Lady's with pharaoh's first lady and mary's glory are sought. The world of tomorrow would bow to kiss the feet of such families. Noah, abraham, mosses, jesus and muhammad are the pillars of such homes.



I'm not a Mohammedan Muslim to talk for Khomeny, Molla Omar or Laden brand of Islam.

I'm a lone man voicing Noah, Abraham, Moses, Jesus and Muhammad in the world to beacon the salvation of mankind.

আমি কোন মোহামেডান (মুহাম্মদী) মুসলিম নই যে খোমেনী, মোল্লা উমর ও লাদেনের ইসলামের পক্ষে কথা বলবো।

আমি শুধুমাত্র নূহ, ইব্রাহীম, মুসা, ঈসা ও মুহাম্মদ সঃ দের ডাক পুনরুচ্চারণ করছি বর্তমান বিশ্বসমাধানের পথে আলোক সংকেত করতে।

“Who are you to judge the life I live?
I know I'm not perfect
-and I don't live to be-
but before you start pointing fingers...
make sure you hands are clean!”
― Bob Marley

http://www.bdface.net/blog/blogdetail/bloglist/6778/maruf_rusafi


بِسْــــــــــــــــــمِ اﷲِ الرَّحْمَنِ اارَّحِيم

لا ايمان فوق التوحيد
ولا دين ولا شريعة ما دون الرسالة

তাওহীদের উর্ধে কোন ঈমান নেই; রিসালাতের নিচে কোন দ্বীন নেই। 

“আর তার কথার চেয়ে আর কার কথা অধিক উত্তম যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং নিজে সৎ কাজ করে, আর বলে আমি তো একজন মুসলিম তথা আত্মসমর্পণকারী”

এ'হলো ইসলাম (বাংলা)
Download: http://goo.gl/j19XJX

This Is Islam
Download: http://goo.gl/56qerW

Books Of Toaha Bin Habeeb
Download: http://goo.gl/u7bThK


Your BIRTH may be normal, but your DEATH should be a HISTORY... Hello Dear, You were born POOR, but it's not your MISTAKE, if you die POOR, it's your MISTAKE... -anonymous

Copyright © Technology Is For Us, We Are Not For Technology!!! - - Designed by Maruf Al Berunee -