- Back to Home »
- আহবান
Posted by : Maruf Al Berunee
Monday, June 11, 2012
‘কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে আজ নয়া শতাব্দি আসছে প্রত্যুষের দিকে,
সাইবেরিয়ার বরফ খন্ডে মুখ লুকোচ্ছে পাশবতন্ত্র।
আদ ও সামুদ জাতির মত টেক্সাসের ঘোড়াগুলোকে
ঘিরে ফেলেছে আল্লাহর গযব,
ফিলিস্তীন, আফগানিস্তান, কাশ্মীর, বাংলাদেশসহ
পৃথিবীর প্রতিটি প্রান্তরে
লাউড স্পীকারের সামনে দাঁড়িয়ে গেছে
যুগের মুয়ায্যিন।
আকাশ বাতাস প্রকম্পিত করে এখনি আযান হবে
সে আওয়াজের নিচে হারিয়ে যাবে
কামান ও এটোমের ধ্বনি।”
আমরা আপনাদেরকে সেই আনন্দিত বিপ্লবের পতাকা উত্তোলনের কথা বলছি।
সাইবেরিয়ার বরফ খন্ডে মুখ লুকোচ্ছে পাশবতন্ত্র।
আদ ও সামুদ জাতির মত টেক্সাসের ঘোড়াগুলোকে
ঘিরে ফেলেছে আল্লাহর গযব,
ফিলিস্তীন, আফগানিস্তান, কাশ্মীর, বাংলাদেশসহ
পৃথিবীর প্রতিটি প্রান্তরে
লাউড স্পীকারের সামনে দাঁড়িয়ে গেছে
যুগের মুয়ায্যিন।
আকাশ বাতাস প্রকম্পিত করে এখনি আযান হবে
সে আওয়াজের নিচে হারিয়ে যাবে
কামান ও এটোমের ধ্বনি।”
আমরা আপনাদেরকে সেই আনন্দিত বিপ্লবের পতাকা উত্তোলনের কথা বলছি।