- Back to Home »
- আত্মকথন »
- গন্তব্য জানা নাই
Posted by : Maruf Al Berunee
Wednesday, June 20, 2018
তোমাদের খুব রঙিন আকাশে মেঘ হয়ে না আমি ছিলাম, না আমি আছি আর না কখনও থাকব। তুমি পূর্ণতা, আমি শুন্যতা। তোমার আকাশকে নামে করে নেব সেই শক্তি কি আমার আছে? ভালোবাসার ভীষণ অভাবে পুড়ে ছারখার এক মানুষ আমি। মাঝপথে নাহয় তোমার ভালোবাসার সমুদ্র থেকে দুই এক ফোঁটা জল নিয়ে একটু শীতল হলাম। জ্বলন্ত জীবনটাকে আবার তো টেনে নিয়ে যেতে হবে বহুদূর। তাতেও কি অভিযোগ আছে তোমার? যদি থাকে তবে ভালোবাসা ফিরিয়ে দেয়ার পথ আমার জানা নেই। তোমার যেভাবে ইচ্ছে সেভাবে তুমি তোমার আকাশকে ফিরিয়ে নিয়ে যেও। আমি টু শব্দটি করব না। তবে অনুরোধ করতে পারি। মানুষ হিসেবে সে অধিকার আমার আছে। আকাশের বুক ভেঙে কখনও জেনো জল গড়িয়ে না পড়ে। তুমি ভাল থেকো, তোমরা ভাল থেকো। আমি হাঁটব। অনেক অনেক পথ যেতে হবে আমাকে। সে এক অনন্ত যাত্রা.....