- Back to Home »
- কোর'আন এর আইন ও গণতন্ত্রের আইনের মধ্যে পার্থক্যঃ
Posted by : Maruf Al Berunee
Monday, February 27, 2017
- আল-কুরআনঃ "যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য|" [২:১৬৫]
- গনতন্ত্রঃ জনগনই সকল ক্ষমতার উৎস ।
- আল-কুরআনঃ "আল্লাহ ছাড়া কারও বিধান দেবার ক্ষমতা নেই।" [১২:৪০]
- গনতন্ত্রঃ আইন প্রণয়নের ক্ষমতা জনগন, সংসদ, মন্ত্রী-এমপির (মদ, পতিতালয় বৈধও হতে পারে) ।
- আল-কুরআনঃ আল্লাহ তাআলা সার্বভৌমত্বের মালিক। [৩:২৬]
- গনতন্ত্রঃ সার্বভৌমত্বের মালিক জনগন।
- আল-কুরআনঃ "(হে নবী) আপনি যদি অধিকাংশের রায়কে মেনে নেন
- তাহলে তারা দ্বীন থেকে বিচ্যুত করে ছাড়বে|" [৬:১১৬]
- গনতন্ত্রঃ অধিকাংশের রায়ই চুড়ান্ত সিদ্ধান্ত।
- আল-কুরআনঃ "আল্লা’হ তা’আলা ক্রয়- বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। " [২:২৭৫]
- গনতন্ত্রঃ গণতন্ত্র সূদভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করে।
- আল-কুরআনঃ ব্যভিচার শাস্তিযোগ্য অপরাধ। [২৪:২]
- গনতন্ত্রঃ সংসদ পতিতালয়ের (যিনা) লাইসেন্স দেয়।
- আল-কুরআনঃ সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ
- ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। [৫:২]
- গনতন্ত্রঃ অধিকাংশ ক্ষেত্রে প্রার্থী নিজের সুনাম ও প্রতিদ্বন্দ্বীর কুৎসা রটায়।
- আল-কুরআনঃ মদ, জুয়া, লটারী নিষিদ্ধ। [৫:৯০]
- গনতন্ত্রঃ মদ এর লাইসেন্স দেয়। জুয়া, লটারী বৈধ।
- আল-কুরআনঃ "হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না।
- গণতন্ত্রঃ কাফের ,মুশ্রিক সকলের সাথেই মিত্রতা করতে পারে ।