- Back to Home »
- ত্বোয়াহা বিন হাবীব »
- খেলাফত ও রাজতন্ত্র' নামক বইয়ের সারসংক্ষেপ
Posted by : Maruf Al Berunee
Thursday, June 8, 2017
মুক্তির তাবিজ
- বর্তমানে জামাতে ইসলামী নামধারী ভোগবাদ ও পুঁজিবাদী ইয়াহুদীদের মুসলিম সংস্করণ। এদের নেতাদের বিচ্যুতি তওবার অযোগ্য। দ্বিতীয় সারির উচ্ছিষ্টভোগীরা দ্রুত পঁচে প্রথম সারির পঁচাদের সাথে একাকার হতে যাচ্ছে।
- তৃতীয় ও চতুর্থ সারির নির্বোধ, সরল ও নিঃস্বার্থদের কালক্ষেপ না করে একজোট হয়ে নেতা ও চাটাদের ত্যাগ করতে হবে। নেতারা তাদের পার্থিব স্বার্থে কর্মীদের রাজনীতির হাটে গরু-ছাগলের মত বিক্রি করছে।
- মওদুদী যে আধা সত্য বলে ভয়ে সত্যের ময়দান ত্যাগ করে গনতন্ত্রের হাটে হারিয়ে গিয়েছে তার সাথে পূর্ণ সত্য যোগ দিয়ে তা বিশ্বের হাটে ঘোষণা করে তাওহীদ ও রিসালাতকে পুনঃ প্রবর্তন করতে হবে ।
- মুয়াবিয়া, মারওয়ানরা নয়, তাওহীদ ও রিসালাতের রেলকে লাইনচ্যুত করেছে আবু বকর, উমর, উসমান ও আলীরা। মুয়াবিয়া, মারওয়ান, মুগীরা ও আমর ইবনুল আ’স রা দস্যুরূপে লাইনচ্যুত রেলের সম্পদকে শুধু লুণ্ঠন করেছে।
- বর্তমান শিয়া, সুন্নী ও জামাতী ইখওয়ানী নেতারা এদের উত্তরাধিকারী। তাবলীগিরা এদের বিকৃত রূপ।
- রাসুল সাঃ এর উত্তরাধিকারী উসামা, বেলাল, আম্মার ও সালমানরা। আবু বকর উমররা নয়।