Popular Post

Archive for July 2010

কুনুতে নাযেলা

By : Maruf Al Berunee
(বিশ্বাসী-ঈমানদার জনগোষ্ঠির
উপর সমাজ ও রাষ্টৗয় পাপে যখন
আল্লাহর গজব আত্যাসন্ন হয়্ তখন সমাজ
ও মানব জাতির মুক্তির জন্য প্রত্যহ
মাগরিব ও ফজরের পর আবশ্যকরনৗয়
বিশেষ তাওবা, শপথ ও মুনাজাত ।
রাসুল স: স্বয়ং তা করেছেন
এবং করতে র্নিদেশ করেছেন ।
হালাল ভোগী ইমাম পড়বে ও
তওবাকারৗ মুক্তাদীরা "আমিন"
বলবে ।)
# সকল হামদ আল্লাহ আপনার,
আপনি আমাদের রাব্ব্ ও রাব্বুল
আলামিন । আপনি রাহমান,
আপনি রাহিম । আপনি দ্বীন,
দুনইয়া ও ক্বেয়ামতের দিনের
একমাত্র মালিক ।
# সব ছেড়ে, সবাইকে ত্যাগ
করে আমরা আপনার
বন্দেগৗ ঘোষনা করছি ।কাফের,
মুশরিক,মুনাফিক্ব ও মুলহিদ সমাজের
সকল মানুষ ও আত্নৗয় স্বজনকে ত্যাগ
করে আমরা আপনার দিকে ,আপনার
জন্য ,আপনার পথে , হিজরত করছি ।
# আমাদের আপনি আপনার সন্তষ্টির
পথে পরিচালিত করুন,
যে পথে আপনি পুরস্কৃত করেছেন আদম
সন্তানের নবৗ, রাসুল, সিদ্দৗক ও
শহৗদদের ।
# আমরা তাদের মধ্যে কোন পার্থক্য
করিনা । নবীদের
মাধ্যমে যা জেনেছি ও আপনার
ক্বোরআনে যা পড়েছি, তা সব
শুনলাম, তা সব মানলাম ।আমাদের
ভুলত্রুটি আপনি মাফ করে দিন ।
আমরা আপনার
দিকে ছুটলাম,যে পর্যন্ত
না ক্বেয়ামতের মাঠে আপনার
দীদারের মুখোমুখী হবো ।
# ইয়াহুদী,খ্রীষ্টান ও অন্যান্য
পথভ্রষ্ট ও অভিশপ্তদের পথ ও পরিণাম
থেকে আপনি আমাদের রক্ষা করুন ।
তাদের থেকে আমাদের আপনি পৃথক
করুন,যেমন পূর্ব থেকে পশ্চিম কে,
এবং উত্তর
থেকে দক্ষিণকে আপনি পৃথক ও দূর
করেছেন ।
# "ইয়া হাইউ, ইয়া ক্বাইউম",
আমরা সকল দেশ ও জাতীয়
তাগুতকে ত্যাগ করলাম ।
আপনি আমাদের সকল অন্ধকার
থেকে আপনার নূর, আলোর
দিকে বের করে আপনার
দিকে চালিত করুন ।আমাদের জন্য
আপনার নূর ও নে'য়ামত কে পূর্ণ করুন,
যদিও কাফের মুশরিকরা তা অপছন্দ
করে ।
#ইয়া আল্লাহ, আপনি আমাদের
আপনার সন্মানে সন্মানিত করুন,
আমাদের জলে, স্থলে ও আকাশ
পথে একচ্ছত্র করে আপনার
দিকে ধাবিত করুন, এবং অন্যান্য
সকল বিভক্ত জাতিসমূহের উপর
আপনার দ্বীন, কালেমা ও তাওহীদ
প্রতিষ্ঠার জন্য প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব
দান করুন ।
# ইয়া আল্লাহ, আপনি আমাদের সেই
ইমাম দান করুন,যার
পরিচয়ে আমাদের রোজ
ক্বেয়ামতে ডাকবেন ।দুন্ইয়া ও
আখিরাতে আপনি আমাদের আমল
নামা ডান হাতে ধারণ করার
তৌফিক দান করুন ।
# ইয়া আল্লাহ, আমাদের চোখ ও
দৃষ্টি থেকে দুন্ইয়ার পর্দা অপসারণ
করে আমাদের সামনে পরকাল
কে চাক্ষুস করে দিন ।যারা পরকাল
সম্পর্কে অন্ধ, তাদের
থেকে আমাদের এ পৃথিবীতেই
আলাদা করে দিন ।
# ইয়া আল্লাহ, যে সমস্ত ছেলে-
মেয়ে,স্ত্রী পরিজন,আত্মীয়-স্বজন ও
রাষ্ট্র ও সরকার আপনার ''অহীর"পথ
থেকে আমাদের বিচ্যুত করে শয়তান
ও মানুষের তৈরী জীবন
বিধান,শিক্ষা ও শাসনতন্ত্রের
দিকে টেনে নিতে চায়,
আপনি আমাদের তাদের পথ ও মত
থেকে হেফাজত করে , তাদের
ফিতনা থেকে আমাদের রক্ষা করুন,
যাতে আমরা একটুকুও তাদের
দিকে না ঝুকি ।আপনি আমাদের
তাদের সকল
ষড়যন্ত্রে মুক্বাবেলা করার তৌফিক
দান করুন ।
# ইয়া আল্লাহ, আপনি আমাদের
নামাজ ক্বায়েম,ও নামাজ
ভিত্তিক সমাজ ক্বায়েমের জন্য
ইমামত ভিত্তিক
নেতৃত্বে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করুন ।
আপনি আমাদের আপনার
কর্তৃত্বে প্রতিষ্ঠিত করুন, আমাদের
জিহবা ও ভাষা কে সত্য ও সর্বশ্রুত
করে দিন
# "সত্য" প্রকাশ পেয়েছে, বিশ্বময়
"বাতিল" তার অসারতা প্রমাণ
করেছে, আপনি আপনার ও আমাদের
হাতে বাতিলকে নির্মূল ও
নিশ্চিহ্ন করে দিন ।
# ইয়া আল্লাহ, আপনি ক্বোরআন
কে আমাদের সকল সমস্যা ও রোগের
নিরাময়ক করে দিন । কাফের ও
মুশরিকদের ক্বোরআনের
দ্বারা নির্মূল করার তৌফিক
আমাদের দান করুন ।যাতে আপনার
পৃথিবী আপনাকে সিজদা করার জন্য
মুশরিকদের অপবিত্রতা থেকে মুক্ত ও
পবিত্র হয় ।
# হে আল্লাহ, আপনিই হক্ব,
এবং আপনার বাণীই হক্ব ও সত্য ।
পৃথিবীতে আপনার "দ্বীন"ই
সবচেয়ে বড় সম্পদ । তাওহীদ
ভিত্তিক আপনার খালিস্
দ্বীনকে বিশ্বময় প্রতিষ্ঠার জন্য
আমাদের জান মাল সহ সকল সম্পদ
আপনার পথে নি:শেষ করার ঈমান ও
তৌফিক দান করুন ।
# ইয়া আল্লাহ, আপনি আপনার
হাতে আমাদের
"ক্বালব",অন্তরে "আল্ ঈমান" অঙ্কিত
করে আপনার "রুহ" দিয়ে আমাদের
সমৃদ্ধ করে দিন,এবং আমাদের
আপনার দল "হিযবুল্লাহ" ও আপনার
সৈনিক "জুনদুল্লাহ"
রুপে তৈরী করে, দৃঢ়
করে সীসা ঢালা প্রাচীরের
মতো একদল,এক জামাত, ও ধনুকের
ছিলার মতো সোজা এক লাইন,"ছফফ্"
করে দিন ।
# ইয়া আল্লাহ, আপনি আমাদের
আপনার আখেরী নবী,"খাতামুন্
নাবিঈন"মুহাম্মদ (স এর পর
পৃথিবীতে পাঠিয়েছেন,যার মৃত্যুর
পরই বর্বর আরবরা তার প্রতিষ্ঠিত
"উসওয়াতুন হাসানাহ্" ও "খুলুকুন
আযীম" ত্যাগ করে একমাত্র "উম্মাতুল্
ইসলাম" কে মোহাজির আনসার,
মক্কী মাদানী, ক্বোরেশ
অক্বোরেশ,সাইয়েদ হাশেমী,ও আরব
অনারবে বিভক্ত করে তার প্রিয়তম
খাটি মজলুম ও নির্যাতিত
থেকে তৈরী সঙ্গী ও
অনুসারী যায়েদ,বেলাল,আম্মার,ইবন্
মাসউদ,সুহাইব, আবু
যার,সালমান,সালেম,ও উসামাদের
নির্মূল করে, ইসলামের পর পূন:
আরবী গোত্রীয়
জাহিলিয়্যাতকে মানব জাতির
উপর চাপিয়ে দিয়েছে ।
# ইয়া আল্লাহ,আপনি সব
জানেন,আপনি "আলীম"আপনি "খাবীর"আপনি "সামী"
আপনি "বাসীর"।আপনার
আখেরী নবী (স বলেছেন,"আমার
রিসালাত প্রতিষ্ঠার পর আর
রোমান "সিজার" ও পারস্য "খসরু"দের
মতো কোন "মানুষের উপর মানুষের
খোদায়ীর" রাজতন্ত্র
থাকবে না,যেমন তার আগমনের
পূর্বে,নমরুদ ,ফেরাউন,আদ সামুদদের
আপনি নির্মূল করে ছিলেন।আপনার
প্রিয় হাবীব (স ও তার প্রিয়
অনুসারীরা তা-ই করে ছিল ।
কিন্তু,পৃথিবীর বুকে আপনার প্রথম ঘর
"কাবাহ্" ও ততসংলগ্ন আপনার খলীল
ইব্রাহীম,যবীহ্ ইসমাঈল ও আপনার
শেষ নবী (স কর্তৃক প্রতিষ্ঠিত ও বিশ্ব
মানুষের হেদায়াতের জন্য
প্রতিষ্ঠিত "বাসিন্দা ও
বহিরাগতদের সমান অধিকারের"
ভিত্তিতে বিশ্ব সম্মেলন "হজ্বের"
কেন্দ্রকে পূন: দখল করে মক্বার
ক্বোরেশী উমাইয়াহ্ ও
আব্বাসীরা "বালাদুল আমীন"মক্বাহ্
ও বালাদুর রাসুল মদীনাহ্ কে পূন:
লাঞ্ছিত ও অপবিত্র করে,পূন: কুফরী ও
শির্কী উমাইয়া ও
আব্বাসী রাজতন্ত্র
প্রতিষ্ঠা করে আপনার খলীল ও
হাবীবের হজ্বকে নির্মূল করেছে ।
# ইয়া আল্লাহ, বর্তমান
নামধারী মুসলিম বিশ্ব উমাইয়া ও
আব্বাসীদের অনুসারী মুর্তাদ,
মুশরিক, মুনাফিক্ব,মুলহিদ ও
জালিমদের শাসন,শোষণ ও শির্ক
দ্বারা অপবিত্র ।
# ইয়া আল্লাহ, আপনি যেমন
উমাইয়া ও আব্বাসীদের ক্রুসেডার
ও চেঙ্গিস হালাকুদের
দিয়ে নির্মূল করেছেন,মোঘল
পাঠানদের নিশ্চিহ্ন
করেছেন,এবং সর্বশেষে রাশিয়াকে খন্ড
বিখন্ড করেছেন,তদরুপ, ইউরোপ ও
আমেরিকা সহ বর্তমান বিশ্বের সকল
দাজ্জাল আরব-অনারব তাগুত, ও
দাজ্জালদের
নেতা-"মসিহুদ্দাজ্জাল"ইয়াহদী-
খৃষ্টান আমেরিকাকে ধ্বংস
করে দিন।
# আল্লাহুম্মা, ইয়া রাব্বানা,
আপনার খলীল, আমাদের
পিতা ইবরাহীমের
মিল্লাতকে "নিমকহারাম"ইয়াহুদীরা বিভক্ত
করে ইয়াহুদী ও খৃষ্টবাদের
দুটি মায্হাব সৃষ্টি করেছিল ।
আপনি তাদেরকে "মাগদূব ও
দোয়াল্লীন" অভশিপ্ত ও
বিপথগামী ঘোষণা করে আপনার
আখেরী নবী (স দিয়ে তাকে পূন:
তাওহিদে একত্র করে ছিলেন ।
আপনার শেষ নবীর বিদায়ের পর আরব
বর্বররা তাকে পূন: সুন্নী, শিয়া ও
অসংখ্য মাযহাবে বিভক্ত
করে আপনার খলিফা আদম
সন্তানদের "বিশ্ব দাজ্জাল"
আমেরিকার গোলামে রুপান্তরিত
করেছে ।
# ইয়া আল্লাহ,মোমেনদের
অভিভাবক,আমরা আপনার"ক্বসম"ফজর,দশ
রাত্র ও জোড় বেজোড়ের
উসিলা ধরে আপনার
দরবারে "কুনুতে নাযেলা"
বা মহাবিপদ থেকে মুক্তির বিশেষ
তাওবা করছি,আপনার তাওহীদের
চরম শপথ নিচ্ছি এবং আপনার বিশেষ
দয়া ও সাহায্যে বিজয়
ভিক্ষা করছি ।
# ইয়া আল্লাহ,আমরা বিশ্বাস
করি যে,আপনি পৃথিবীর বহু
মহা প্রতাপশালী শক্তিধর
জাতি সমূহ,যেমন,আদ,সামুদ,নমরুদ ও
ফিরআউনদের নিপাত করেছেন ।
কিন্তু আমরা আপনার খলীল,আমাদের
দ্বীনী পিতা ইবরাহীম আ:এর
মতো বলছি :-
"মাওলা,আমাদের
মনকে বাবা ইবরাহীম আ:এর
মতো নিশ্চিত ও তুষ্ট
করনার্থে বর্তমান নমরুদ,ফিরআউন,আদ,
সামুদ ও লুতের সম্প্রদায়ের
অনুসারী,আমেরিকা,ইসরাঈল,ইউরোপ,আরব
ও অনারব তাগুতদের নির্মূল
করে আপনার ভূমন্ডলে আপনার
তাওহীদের দ্বীনের উপর
গোটা মানব জাতিকে একত্রিত
করার মানসে আমাদের,আপনার
হেদায়াতের ঈমাম "ঈমাম
মাহদী"দান করুন, যার
ইমামতিতে আমরা বিশ্বের সকল
কুফর,শির্ক,ফাসাদ ও সাফাকুদ্দিমার
হোতা ইয়াহুদী,খৃষ্টান ও তাদের
সেবাদাস নামধারী মুসলিম মুশরিক
শাসকদের অপবিত্র শাসন,শোষণ ও
দাজ্জালী থেকে বিশ্বকে ইবরাহীম
ও মুহাম্মদী তাওহীদ দিয়ে পবিত্র্র
করে বিশ্বময় "ইমামতে ইবরাহীম ও
মিল্লাতে ইবরাহীম"
প্রতিষ্ঠা করতে পারি ।
# ইয়া আল্লাহ,আপনার হাতে সকল
তৌফিক ও সকল ক্ষমতা।
আপনি ক্ষমতার উতস,সকল ইজ্জত
আপনার ও আপনার
রাসুলদের,এবং আপনার ঈমানদার
বান্দাদের ।আপনি ক্বসম করেছেন
"ফজরের,দশ রাত্রির ও জোড়
বেজোড়ের"।আপনার এ ক্বসমের
মধ্যে,এ ক্বসমের সাথে আমরাও
একাত্ম হয়ে আপনার সাহায্য
কামনা করছি ।আপনার চাদের
বছরের শেষ মাস,জিলহজ্জ । এ মাসের
প্রথম দশ দিন ও দশ রাত্রে আপনার
সৈনিকরা আপনার ক্বাবাহ্ মক্কাহ্
ও মশায়েরে জমা হয়ে আপনার
খলীল ও আপনার হজ্জ পালন
করতে সমবেত হয় । কিন্তু হায়- মাবুদ,
আপনার দ্বীনের ইমামত
দুনিয়া থেকে নির্মূল নির্বাসিত
# ইয়া আল্লাহ আমাদের প্রভু,
আমাদের মালিক, আমাদের
দাতা ও একমাত্র শক্তির উতস,
আপনি আমাদের জিলহজ্জের দশ ও
আপনার বর্ষ শুরুর মুহাররামের প্রথম দশ
দিনের মধ্যে আপনার অপরিবর্তনীয়
সুন্নতের উপর বিশ্বে তাওহীদের
বিপ্লবের সূচনা ও সম্পাদনের
তৌফিক দান করুন । যেমন
জিলহজ্জে আপনি আপনার
সৈনিকদের বিশ্ব সমাবেশ ঘটার
বিধান করেছেন, তদরুপ
আপনি মুহাররমের প্রথম দশ
দিনে বিশ্ব সৃষ্টি থেকে আরম্ভ
করে বিশ্বের তাগুতদের ধ্বংস, ও
আপনার খাটি বান্দাদের ক্ষমতায়
অধিষ্ঠিত করেছেন । আপনার
কেয়ামত ও আপনি এর মধ্যে সংঘঠিত
করবেন।
#ইয়া রাব্বানা, ইয়া মাওলানা,
আপনি আমাদের ক্বালবে আপনার
হাতে ''আল্ ঈমান'' অঙ্কিত
করে আপনার ইমামের
সৈনিকরুপে আমাদের কবুল করুন,
এবং আমাদেরকে আপনার
''রুহ্''ঈসা ইবন্ মারিয়াম
কে দিয়ে ''পৃথিবীর দাজ্জাল''
সম্মিলিত ইয়াহুদী-খৃষ্টান ও তাদের
কৃতদাস, নামধারী মুসলিম শাসকদের
উপর বিজয় দান করে আপনার
তাওহীদ প্রতিষ্ঠার তৌফিক দান
করুন ।আমরা আপনার উপর তুষ্ট, আপনিও
আমাদের উপর তুষ্ট হউন । আমাদের
আপনার দল
''হিযবুল্লাহ্''রুপে গড়ে নিন,
যে ''হিযবুল্লাহ্'' আপনার
সাহায্যে বিজয়ী হবে ।আমীন
ইয়া রাব্বাল আলামীন ।
#ইয়া আল্লাহ্, বাবা আদম
থেকে শেষ নবী মুহাম্মদ স: পর্যন্ত
সকল নবী রাসুলদের নিকট আমাদের
সালাম ও দরুদ পৌছে দিন,
আমরা তাদের মধ্যে কোন পার্থক্য
করিনা, করবোনা, যা শুনলাম,
তা মানলাম ।আমাদের
ত্রুটি বিচ্যুতি মাফ করে দিন,
আমরা আপনার নিকট ফেরত আসছি ।
সব শেষে আমাদের প্রার্থনা ''সকল
হামদ্ শুধু একমাত্র আপনার ''
ইয়া রাব্বাল আলামীন, আমীন ।

“THE BLACK-WEB”: মায়াজালেঘেরা ইন্টারনেটের রহস্যময় অন্ধকারজগত

By : Maruf Al Berunee

বিশেষ নোট:এই টিউনে বিবৃত তথ্য ব্যবহার করে আপনি যদি কোন প্রকার ক্ষতির সম্মুখীন হন, তাহলে তার দায়ভার শুধুই আপনার। আমি নিজেকে একজন Techno-Libertarian মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি যে অনলাইনের প্রতিটি তথ্য জানার নিরুঙ্কুশ স্বাধীনতা প্রতিটি ইউজারের রয়েছে। তাই এই টিউন শেয়ার করছি। যেটা করবেন নিজ দায়িত্বে করবেন। আমি বা টেকটিউনস আপনার কোন প্রকার ক্ষতির জন্য দায়ী থাকব না।
হলিউডি ছবির ওই দৃশ্যের কথা মনে আছে যেখানে গডফাদার তার পোষা খুনীর সাথে কখনো মখোমুখি সাক্ষাত না করে এক অতি গোপন নেটওয়ার্কের মধ্য দিয়ে হুকুম দিয়ে যান, অথবা কি মনে পড়ে আঞ্জেলিনা জুলি অভিনীত ‘Hacker’ ছবিটির কথা যেখানে অপরাধীরা এক নাম না জানা নেটওয়ার্কের ভেতর নানা অপরাধ করত---যেখানে আইন শৃঙ্খলা বাহিনী নাক গলাতে পারত না?
আপাতদৃষ্টিতে রূপালী পর্দার এসব সাইফাই মুভিগুলোকে শুধুই কেচ্ছা মনে হলেও এইসব মুভির অজানা নেটওয়ার্কের মতই আমাদের অতিচেনা ইন্টারনেটের আছে এক অন্ধকারজগত...
তথ্যপ্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে প্রসার পেয়েছে ইন্টারনেট, আর তা আজ মহাসমুদ্রের ন্যায় বিশাল এক ক্ষেত্রে পরিণত হয়েছে। এর সাথে তাল মিলিয়ে সক্ষমতা বেড়েছে সার্চ ইঞ্জিনগুলোর। বিশেষ করে Google এর নাম বলতেই হবে, যা এখন বিশ্বব্যাপী অন্যতম এক বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণিত হয়েছে। একটি নেট সেশনের কথা কি আমরা চিন্তা করতে পারি গুগলকে ছাড়া? অসম্ভব!
কিন্তু এই Google এর সক্ষমতা কতটুকু?
জেনে অবাক হয়ে যাবেন যে আপনি যখন কোন বিষয়ে সার্চ দেন আর গুগল তার লক্ষ লক্ষ ফলাফল আপনার সামনে হাজির করে তা ইন্টারনেটে থাকা মোট তথ্যের মাত্র ১০ শতাংশ থেকে প্রাপ্ত! অর্থাৎ গুগল অনলাইনের মোট তথ্যের ৯০ শতাংশ জানে না! এলেমে থাকা মাত্র ১০ শতাংশের মধ্যেই সার্চ দিয়েই সে তার ফলাফলকে গ্রাহকের সামনে হাজির করে। বাকি ৯০ শতাংশ চিরকালই আপনার অজানা থেকে যাবে।
এক জরিপে জানা গেছে দৃশ্যমান ওয়েবে যে পরিমাণ ডেটা সংরক্ষিত আছে তার চেয়ে ৫০০ গুণ বেশী ডেটা সংরক্ষিত আছে অদৃশ্য ওয়েবে। প্রকৃতপক্ষে এই দৃশ্যমান নেট হল মহাসাগরে ভেসে থাকা এক খন্ড হিমবাহ আর ডীপ ওয়েব হল মহাসাগর খোদ নিজে!
এই অজানা ব্ল্যাক ওয়েবেই আমাদের আজকের আলোচনার বিষয়
ব্ল্যাক ওয়েবেকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, আর তা হলঃ
1. The Deep Web2. The Dark Web
ডীপ ওয়েব হল ইন্টারনেটের ওই সমস্ত অংশ যেগুলো সার্চ ইঞ্জিন খুঁজে পায় না কিন্তু আপনি যদি এগুলোর ঠিকানা জানেন তাহলে আপনি এই অংশে যেতে পারবেন।
আর ডার্ক ওয়েব হল ইন্টারনেটের ওই অংশ যেখানে কনভেনশনাল উপায়ে আপনি ঢুকতে পারবেন না, প্রচলিত ব্রাউজারগুলো সেখানে প্রবেশ করতে পারে না। সেখানে প্রবেশ করতে গেলে আপনাকে বিশেষ সফটওয়্যার এর সহায়তা নিতে হবে।
ইন্টারনেটের এই অংশের উৎপত্তি কিভাবে হল? একদম সঠিক করে বলা অসম্ভব।
প্রকৃতপক্ষে আপনি বা আমি কেউই ইন্টারনেটে একা নই! আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ডাউনলোড নজরে রাখছে আপনার ইন্টারনেট সার্ভিস প্রভাইডার। তাদের কাছে আপনার পুরো লগ থাকে আর যেকোন প্রয়োজনে তারা তা সরবরাহ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। তার মানে হল আপনার চলাচলের কোন স্বাধীনতা নেই!!!
নানা সময়ে বিশ্ব ইন্টারনেটের নানা গ্রুপ এমন একটি ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করেছে যেখানে তারা খুব গোপনে তাদের কর্মকান্ড পরিচালনা করতে পারবে। সামরিকবাহিনী, বিপ্লবী, হ্যাকার, এমনকিই খোদ প্রশাসনই এমন এক ব্যবস্থা চেয়েছে যেখানে গোয়েন্দারা খুব গোপনে নিজেদের ভেতর তথ্য আদান প্রদান করতে পারবে অথবা চুরি যাওয়া তথ্য ফিরে পেতে দর কষাকষি করতে পারবেন অপরাধীদের সাথে। তাছাড়া বিশ্বের অনেকদেশ আছে যেখানকার অনলাইন সেন্সরশিপ খুবই কড়া, ফলাফলস্বরুপ ভিন্নমতালম্বিদের এমন এক ব্যবস্থার কথা চিন্তা করতে হয়েছে যেখানে সরকার তদারকি করতে পারবে না। আর এভাবেই উৎপত্তি হয়েছে এই অজানা অংশের। সাথে সাথে এটা প্রলুব্ধ করেছে ওই সমস্ত অপরাধীদের যারা ধরা পড়ে যাওয়ার ভয়ে মূল নেটে আলোচনা করতে সাহস পায় না।
এখন প্রশ্ন হল ডীপ ওয়েবে কেন সার্চ ইঞ্জিন সার্চ করতে পারে না?
এর কারণ হল সার্চ ইঞ্জিনগুলো তাদের সার্চ তদারকি করে এক ধরনের ভার্চুয়াল রোবট তথা Crawler দিয়ে। এই Crawler গুলো ওয়েবসাইটের HTML tag দেখে ওয়েবসাইটগুলোকে লিপিবদ্ধ করে।তাছাড়া কিছু কিছু সাইট থেকে সার্চ ইঞ্জিনে লিপিবদ্ধ হওয়ার জন্য রিকোয়েস্ট যায়। এখন যে সমস্ত সাইট এডমিন চান না যে তাদের সাইটটি সার্চ ইঞ্জিন খুঁজে না পাক, তারা Robot Exclusion Protocol ব্যবহার করেন যা Crawler গুলোকে সাইটগুলো খুঁজে পাওয়া বা লিপিবদ্ধ করা থেকে বিরত রাখে। কিছু সাইট আছে ডাইনামিক অর্থাৎ নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে এই ধরণের সাইটের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব, আর Crawler এর পক্ষে এই সব করা সম্ভব হয় না। কিছু সাইট আছে যেগুলোতে অন্য সাইট থেকে লিংক নেই। এগুলো বিচ্ছিন্ন সাইট, এগুলোও সার্চে আসে না। তাছাড়া বলতে গেলে সার্চ ইঞ্জিন টেকনোলজি এখনো তার আঁতুড় ঘর ছাড়তে পারে নি। সার্চ ইঞ্জিনগুলো Text বাদে অন্য ফরম্যাটে থাকা(যেমন ফ্ল্যাশ ফরম্যাট) ওয়েবপ্যাজ খুঁজে পায় না!
এই ডীপ ওয়েবে থাকা তথ্যগুলো সারফেস ওয়েবের তথ্য থেকে মানে গুনে এগিয়ে। এগুলো খুবই সুসজ্জিত এবং প্রাসঙ্গিক। তাহলে বুঝুন সার্চ ইঞ্জিনগুলো কি করছে!!!
এবার আসি সবচেয়ে মজার অংশে তথা ডার্ক ওয়েবে...
আপনার প্রচলিত ওয়েব ব্রাউজার দিয়ে এই সমস্ত সাইটে ঢুকতে পারবেন না। এরা ইন্টারনেটের সমস্ত প্রথার বাইরে অবস্থান করে, গ্রাহ্য করে না কোন নিয়মকানুন। আর এদের ঠিকানাও থাকে এতটাই উদ্ভট (যেমন sdjsdhsjhsuyumnsdxkxcoioiydsu67686hsjdhjd.onion) যে সাধারণ মানুষের পক্ষে এগুলো মনে রাখা ভীষণ কঠিন। এই অংশটিই ইন্টারনেটের প্রকৃত অদৃশ্য অংশ। বিশেষ কিছু জ্ঞান( যেমন প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, প্রক্সি) না থাকলে আপনি এই নেটওর্য়াকে প্রবেশ করতে পারবেন না। এই অংশের আরেকটি বিশেষত্ব হল এরা ওর্য়াল্ড ওয়াইড ওয়েবের সাইটগুলোর মত টপ লেভেল ডোমেইন (যেমন .com) ব্যবহার না করে “Pseudo Top Level Domain” ব্যবহার করে যা কিনা মূল ওর্য়াল্ড ওয়াইড ওয়েবে না থেকে দ্বিতীয় আরেকটি নেটওর্য়াকের অধীনে থাকে। এ ধরণের ডোমেইনের ভেতর আছে Bitnet, Onion, Freenet প্রভৃতি।
এই দুনিয়াটি সবচেয়ে আলাদা! আপনই জীবনে যা কখনো কল্পনা করেন নি তাই পাবেন এখানে। হয়তো কখনো কল্পনা করেন নি যে সাইটে পাসওর্য়াড বাদে ঢুকা সম্ভব, দেখবেন তাই এখানে অহরহ হচ্ছে। এমন বিষয় পাবেন যা আপনার মাথাও গুলিয়ে দিতে পারে। উইকিলিকস ঘোষণা করেছে যে এ বছর তারা আরো নতুন ডেটা প্রকাশ করবে, কিন্তু আপনিই হয়তো বিস্ময়ভরে দেখতে পারবেন উইকিলিকস এর এই সমস্ত ডেটা এই ডার্ক ওয়েবে আছে বেশ কিছু বছর আগে থেকেই। যেকোন বইয়ের একদম লেটেস্ট এডিশন যা কিনা সারফেস ওয়েবে কপিরাইট ল’এর কারণে নেই তা দেখবেন এখানে দেদারসে আদান প্রদান হচ্ছে।
আরো আছে বিকৃতরুচির বিনোদোন! শিশু পর্ণোগ্রাফি থেকে শুরু করে নানা ধরনের Genital Mutilation এর ভিডিও যা কিনা সারফেস ওয়েবে নেই, তা এখানকার হট টপিকস।
এমন কিছু সাইট আছে যেখানে মার্জুয়ানা, হিরোইন থেকে শুরু করে সব ধরণের মাদক হোম ডেলিভারী দেয়া হয়। ডার্কনেটের মূল ব্যবহারকারী মূলত মাদকাসক্তরাই।
আবার কিছু সাইট আছে যেখানে কট্টরপন্থী গ্রুপগুলো শিক্ষা দিচ্ছে কিভাবে গোলা বারুদ বানাতে হয়, কিছু সাইটেতো রেডিমেড অস্ত্রই বিক্রি হয়। একে ৪৭ থেকে শুরু করে রকেট লাঞ্চার, মর্টারের মত অস্ত্রও কিনতে পাওয়া যায়।
আরব-বসন্তের সময় বিপ্লবকারীরা এই ডার্কওয়েবে যোগাযওগ করত। ডার্কওয়েবে নানা ধরণের মেইল সার্ভিস, চ্যাট সার্ভিস আছে যেখানে পরিচয় গোপন রেখে আপনি অনেক কিছুই করতে পারবেন।
বিস্ময় আরো আছে! বেশ কিছু দিন আগে আমি এমন এক আন্ডারগ্রাউন্ড সাইটে ঢুকি যেখানে টাকার বিনিমিয়ে কিলার ভাড়া পাওয়া যায়!!! কি ভয়ংকর, বিশ্বাস হচ্ছে না? আমারও তখন হয় নি। এমনই এক সাইটে ঢুকে দেখি কিলার তার নিজের সর্ম্পকে এভাবে বর্ণনা দিচ্ছেঃ
“ আমাকে তুমি স্ল্যাট নামে ডাকতে পার। আমি তোমার শত্রুকে প্রফেশনাল ওয়েতে শেষ করে দিতে পারব। আমি তার সাথে তোমার সমস্যা জানতে আগ্রহী নই। তুমি শুধু আমাকে টাকা দিবে আর আমি তাকে শেষ করে দিব। টার্গেটের বয়স কমপক্ষে ১৮ হতে হবে,
টার্গেট পুরুষ না মেয়ে তাতে আমার কিছু আসে যায় না
আমি গর্ভবতী মহিলাকে টার্গেট হিসেবে নেই না
আমি টার্গেটকে অত্যাচার করি না
টার্গেট যদি রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হন তাহলে বাড়তি চার্জ লাগবে
আর বাড়তি চার্জের বিনিময়ে আমি পুরো ঘটনাকে আত্মহত্যা বা দুর্ঘটনার মত করে সাজাতে পারব
ডাউনপেমেন্টের চার সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের টার্গেটের জন্য বাড়তি ৫০০০ ডলার ট্রাভেল চার্জ লাগবে
কাজ হয়ে গেল আমি তোমাকে টার্গেটের ছবি তুলে পাঠাব”

মোটকথা আপনি এমনই এক ব্ল্যাক ফরেস্টে প্রবেশ করবেন যেখানে আপনাকে প্রতিটি পদক্ষেপ ফেলার আগে দুবার ভেবে নিতে হবে। সারফেস ওয়েবে যেসব হ্যাকিং টেকনিক দেখতে পান তা হল এই ডার্ক ওয়েব থেকে লীক হওয়া ১% তথ্যের অংশ বিশেষ। এখানকার হ্যাকাররা খুবই ভয়ংকর এবং প্রোগামিং এ তাদের কোন জুড়ি নেই, সাবধান আপনার মেইলই হ্যাক হয়ে যেতে পারে। তাছাড়া সরকারের এজেন্টগুলোতো আছেই।
কিন্তু প্রশ্ন হল এই সব নেটওর্য়াক আইন প্রয়োগকারী সংস্থাগুলো নাকে ডকা দিয়ে কিভাবে কাজ চালিয়ে যাচ্ছে???
এটা বুঝতে হলে আমাদের এইরকম একটি নেটওর্য়াক নিয়ে একটু চিন্তা করতে হবে...
ডার্কওয়েবে ব্যবহৃত নেটওর্য়াকের মধ্যে সারফেস ওয়েবে বেশ জনপ্রিয় হয়ে পড়েছে এমন এক নেটওর্য়াক হল অনিয়ন নেটওর্য়াক। অনিয়নের Pseudo-top-level-domain হল .onion। আর এর সাইটগুলোর ঠিকানা ভূতুড়ে! মূলত মার্কিন নেভির জন্য তৈরী করা হলেও এই নেটওর্য়াক আজ বিশ্বব্যাপী ছদ্মবেশী নেট ব্যবহারকারীদের প্রথম পছন্দ। অনিয়নে আপনার ব্রাউজার দিয়ে ঢুকতে পারবেন না, এজন্য আপনাকে ডাউনলোড করতে হবে Tor ব্রাউজার।
টর আপনার পরিচয়কে লুকিয়ে ফেলবে আর এর ফলে কারো পক্ষে আপনার অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আপনি যখন টর দিয়ে কোন সাইটে ঢুকতে যাবেন তখন টর আপনার এই রিকোয়েস্ট কঠিন এনক্রিপশনের মধ্য দিয়ে অনিয়ন প্রক্সিতে পাঠাবে। অনিয়ন প্রক্সিতে আপনার পাঠানো ডেটা আর ডেটা থাকে না, সেটা দুর্বোধ্য এক স্ক্রিপ্টে পরিণত হয়।
এবার অনিয়ন প্রক্সি এই ডেটা নিয়ে মূল ইন্টারনেটমূখো হবে যেখানে স্বেচ্ছাশ্রম দেয়া সদস্যদের অনিয়ন রাঊটারগুলো অপেক্ষা করছে। অনিয়ন রাউটারে প্রবেশের আগে অনিয়ন নেটর্য়াকের প্রবেশপথে এই ডেটা আবার এনক্রিপশনের ভেতর দিয়ে যায়। নেটওর্য়াক থেকে বের হওয়ার সময় আরো একবার এনক্রিপশনের ভেতর দিয়ে যায়। পথিমধ্যে অনিয়নের বেশ কিছু রাউটারের ভেতর দিয়ে এনক্রিপশন হয় যেখানে এক এক রাউটারে এনক্রিপশন আউটপুট এক এক রকম এবং কোন রাউটারই জানে না যে ডেটা কোন রাউটার থেকে আসছে। সবশেষে ডেটা যখন প্রাপকের হাতে গিয়ে পৌছায় তা তখন ডিএনক্রিপশন প্রসেসের মাধ্যমে আদি অবস্থানে ফিরে আসে। এই রকম অনেকগুলো লেয়ার বা খোসা থাকার কারণেই এই নেটওর্য়াকের নাম অনিয়ন নেটওর্য়াক।
এখন এই ডেটা চালাচালির সময় কেউ যদি এই ডেটা চুরি করতে সক্ষমও হয় তার পক্ষে এটা বের করা সম্ভব হবে না যে এটার প্রেরক কে বা প্রাপকই বা কে! কেননা অনিয়ন রাউটারগুলো নিজেরাই এটা জানে না। তবে হ্যা, কেউ যদি দুই প্রান্তেই নজরদারী করতে পারে তাহলে সে বুঝতে পারবে Sender-Receiver এর লোকেশন কোথায়।
এই ধরণের দুর্বোধ্য সিস্টেমের কারণেই এই সমস্ত নেটওর্য়াক সব সময়ই আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। অনিয়ন নেটওর্য়াকে থাকা ব্ল্যাক মার্কেটগুলোর ভেতর সবচেয়ে জনপ্রিয় হল Silkroad, ফোর্বসের হিসেবে এখানে গত বছর ২২ মিলিয়ন ডলারের বেচা-কেনা হয়েছিল। আর এখানে প্রচলিত মুদ্রায় বেচাকেনা হয় না, বেচাকেনা হয় Bitcoin নামক একধরণের ভার্চুয়াল মুদ্রাতে। মাইক্রোসফট, অ্যাপেলের প্রোডাক্ট এখানে ৮০% পর্যন্ত ডিস্কাউন্টে পাওয়া যায়।
এতসব অনিয়মের ভেতরেও এই ধরণের ব্যবস্থাকে সমর্থন করি, কেন? একটি উন্মুক্ত প্লাটফোর্ম থাকা আসলেই প্রয়োজন। যে শিশু পর্ণোগ্রাফি তৈরি করে সে এই নেটওর্য়াক বন্ধ করলে আরেকভাবে তার কাজ করবে। আর তাছাড়া চিরকালই সাইবার সন্ত্রাসীরা আইনপ্রয়োগকারী সংস্থাগুলো থেকে একধাপ এগিয়ে থাকে। উদাহরণস্বরূপ বলতে পারি Internet Protocol ^ 6 বের হলেও সারফেস ওয়েবে এখনো পড়ে আছে সেই মান্ধতার আমলের Internet Protocol ^ 4 এ। অথচ আন্ডারগ্রাউন্ডের মোটামুটি সব সাইটই IP^6 ব্যবহার করছে।
যেহেতু ইন্টারনেটেরও মানুষের বাকি সব সৃষ্টির মত খারাপদিক আছে তাই এটার সাথেই মানিয়ে নিয়ে চলতে হবে। আর অবশ্যি বলব যে জীবনে একবার হলেও ডার্ক ওয়েবে ঘুরে আসুন, তা না হলে বরফখন্ডে আশ্রিত শীলের মত মহাসাগরের স্বাদ মিস করবেন।
তবে হ্যা, বেশী দূর যাবেন না। মনে রাখবনে, সরকারের অঢেল টাকা আছে, তাই তারা চাইলেই ডার্ক ওয়েবের মেধাবী হাজারো হ্যাকারকে ভাড়া করতে পারবে আপনারমত লোকদের ডার্ক ওয়েবে চোখে চোখে রাখতে।
কিছু টিপসঃ
#অবশ্যই ডার্ক ওয়েবে ঢোকার আগে জাভাস্ক্রিপ্ট, ফ্ল্যাশ, শকওয়েভ বন্ধ করে নিবেন। এগুলো আপনার Anonymity খুব সহজেই ভেস্তে দিতে পারে।# পেইড প্রক্সি সার্ভিস ব্যবহার করুন। এগুলো মিলিটারি এজেন্সিগুলো ব্যবহার করে এবং এদের সার্ভিসও দারূণ।# আপনার ডেস্টিনেশন Website যদি  কোনভাবে হ্যাক হয় তাহলে আপনার পরিচয় বেরিয়ে যাবার একটি সম্ভাবনা রয়েছে। কখনো ডার্ক ওয়েবে কোন কাজে আপনার আসল ডেটা ব্যবহার করবেন না।
মনে রাখবেন, সারফেস ওয়েবের মত ডার্ক ওয়েবেও আপনি একা নন, এখানেও দেয়ালের কান আছে......ডার্ক ওয়েবে আপনাকে স্বাগতম।।

Copyright © Technology Is For Us, We Are Not For Technology!!! - - Designed by Maruf Al Berunee -