Archive for June 2012
মুসলিম অধ্যুসিত দেশ সমূহে জনগণের শত্রু হলো :
By : Maruf Al Berunee
(১) উপনিবেশবাদী কুশিক্ষিত রাজনৈতিক বাটপারদের সরকার
(২) বেতনভুক অস্ত্রধারী সেনাবাহিনী ও পুলিশ বাহিনী
(৩) বেতনভুক ঘুষখোর আমলা, কর্মকর্তা ও কর্মচারী
(৪) ধর্মব্যবসায়ী হারামখোর পীর, মাদ্রাসা শিক্ষক ও ইমাম।
বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ মানব, নবী-রাসূলগণ এবং তাঁদের একনিষ্ঠ অনুসারীরা। খাঁটি ঈমানদাররা সকল বর্ণবাদ, গোত্র ও ভাষা সাম্প্র্রদায়িকতার উর্ধে সেরা আদম সন্তান। বর্ণবাদ, গোত্রবাদ, ভাষাবাদ ও রাষ্ট্রীয় সীমাবাদীরা নিকৃষ্ট দূরারোগ্য ব্যাধিগ্রস্থ প্রজাতি। বিশ্বমানবজাত ও প্রজাতির মধ্যে ধর্মীয় বিচারে আরবরা সর্বযুগে নিকৃষ্ট প্রজাতি ছিলো। আরবরাই বর্তমানে বিশ্বসৃষ্টির ঐক্য, তাওহীদের পথে প্রধান বাধা ও অন্তরায়। বিশ্বমানবের ঐক্য ও বিশ্ব শান্তির সর্বকালীন পূর্ণ আদর্শ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ সঃ। হযরত নূহ্, ইব্রাহীম, মূসা ও ঈসা আঃ-দের তিনি যোগফল। মা বারাকাহ্, মা খাদীজাহ্, যায়দ, বেলাল, আম্মার, ইব্ন মাস্উদ, সুহাইব, খাব্বাব্, সাওবান, সালমান ও উসামাহ্ রা তাঁর আদর্শ পরিবার। তারা ও তাদের অনুসারীরা অতীতে, বর্তমানে ও ভবিষ্যতে “রাদি আল্লাহু আনহু”। কোনো গোত্র, বর্ণ ও সময়ের লোকেরা নয়।
(২) বেতনভুক অস্ত্রধারী সেনাবাহিনী ও পুলিশ বাহিনী
(৩) বেতনভুক ঘুষখোর আমলা, কর্মকর্তা ও কর্মচারী
(৪) ধর্মব্যবসায়ী হারামখোর পীর, মাদ্রাসা শিক্ষক ও ইমাম।
বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ মানব, নবী-রাসূলগণ এবং তাঁদের একনিষ্ঠ অনুসারীরা। খাঁটি ঈমানদাররা সকল বর্ণবাদ, গোত্র ও ভাষা সাম্প্র্রদায়িকতার উর্ধে সেরা আদম সন্তান। বর্ণবাদ, গোত্রবাদ, ভাষাবাদ ও রাষ্ট্রীয় সীমাবাদীরা নিকৃষ্ট দূরারোগ্য ব্যাধিগ্রস্থ প্রজাতি। বিশ্বমানবজাত ও প্রজাতির মধ্যে ধর্মীয় বিচারে আরবরা সর্বযুগে নিকৃষ্ট প্রজাতি ছিলো। আরবরাই বর্তমানে বিশ্বসৃষ্টির ঐক্য, তাওহীদের পথে প্রধান বাধা ও অন্তরায়। বিশ্বমানবের ঐক্য ও বিশ্ব শান্তির সর্বকালীন পূর্ণ আদর্শ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ্ সঃ। হযরত নূহ্, ইব্রাহীম, মূসা ও ঈসা আঃ-দের তিনি যোগফল। মা বারাকাহ্, মা খাদীজাহ্, যায়দ, বেলাল, আম্মার, ইব্ন মাস্উদ, সুহাইব, খাব্বাব্, সাওবান, সালমান ও উসামাহ্ রা তাঁর আদর্শ পরিবার। তারা ও তাদের অনুসারীরা অতীতে, বর্তমানে ও ভবিষ্যতে “রাদি আল্লাহু আনহু”। কোনো গোত্র, বর্ণ ও সময়ের লোকেরা নয়।
আহবান
By : Maruf Al Berunee
‘কৃষ্ণ মধ্যরাত পেরিয়ে আজ নয়া শতাব্দি আসছে প্রত্যুষের দিকে,
সাইবেরিয়ার বরফ খন্ডে মুখ লুকোচ্ছে পাশবতন্ত্র।
আদ ও সামুদ জাতির মত টেক্সাসের ঘোড়াগুলোকে
ঘিরে ফেলেছে আল্লাহর গযব,
ফিলিস্তীন, আফগানিস্তান, কাশ্মীর, বাংলাদেশসহ
পৃথিবীর প্রতিটি প্রান্তরে
লাউড স্পীকারের সামনে দাঁড়িয়ে গেছে
যুগের মুয়ায্যিন।
আকাশ বাতাস প্রকম্পিত করে এখনি আযান হবে
সে আওয়াজের নিচে হারিয়ে যাবে
কামান ও এটোমের ধ্বনি।”
আমরা আপনাদেরকে সেই আনন্দিত বিপ্লবের পতাকা উত্তোলনের কথা বলছি।
সাইবেরিয়ার বরফ খন্ডে মুখ লুকোচ্ছে পাশবতন্ত্র।
আদ ও সামুদ জাতির মত টেক্সাসের ঘোড়াগুলোকে
ঘিরে ফেলেছে আল্লাহর গযব,
ফিলিস্তীন, আফগানিস্তান, কাশ্মীর, বাংলাদেশসহ
পৃথিবীর প্রতিটি প্রান্তরে
লাউড স্পীকারের সামনে দাঁড়িয়ে গেছে
যুগের মুয়ায্যিন।
আকাশ বাতাস প্রকম্পিত করে এখনি আযান হবে
সে আওয়াজের নিচে হারিয়ে যাবে
কামান ও এটোমের ধ্বনি।”
আমরা আপনাদেরকে সেই আনন্দিত বিপ্লবের পতাকা উত্তোলনের কথা বলছি।