Popular Post

Archive for June 2016

নবী আদর্শের সুসংবাদ ও সাবধান বানী

By : Maruf Al Berunee
বাবা আদম মা হাওয়ার সন্তান যুবক, যুবতীরা! তোমরা যারা এখনো বিপথে পা বাড়াওনি, তোমরা জিব্রাইলের ডানা, সাত আকাশের শাহীন, সুলাইমানের হুদহুদ । বিশ্বায়নের নামে বেশ্যায়নের পিশাচ থাবা তোমাদের গ্রাস করতে ধেয়ে আসছে।

বিশ্বের বিশ্বায়ন, অথবা,

বেশ্যায়নের বিশ্বায়ন!

তোমরা কোন পথে যাবে? আল্লাহর পথ, বিশ্বাসের বিশ্বায়নের। ইবলিশ পিশাচের ডাক, বেশ্যায়নের ।

তাওহীদ ত্যাগের ফলে গনতন্ত্রের বেশ্যায়ন ইয়াহুদী-খ্রিস্টান বিশ্ব গ্রাস করে, মুসলিম বিশ্ব গ্রাসে মুখ হা করেছে। মক্কার হজ্জ ওদের অনুমতিতে ওদের সেবাদাসদের কবজায়। আই এম এফ ও বিশ্ব ব্যাংকের মুদ্রার আপপত্নী ও নর্তকীরা মক্কার রাজ প্রাসাদের অতিথি পাখি। ইমেল্ডা, ডায়না, হাসিনা ও খালেদা সেখানে একাকার।

রাম রাজত্ব ও শিব সেনাদের আশীর্বাদী তাবলীগী মেলায় বেশ্যায়নের নেতা-নেত্রীদের “আখেরী মুনাজাত”। বাংলাদেশ কি তাদের আখেরী লক্ষ??

মহাপ্রাচ্য দখলের পর ইরান, আফগান ও পাকিস্তান হয়ে বাংলাদেশের উপর ওদের আখেরী থাবা?? ইং-মার্কিন ও ইয়াহুদী চক্র ধেয়ে আসছে।

আদমের ঘরে মা হাওয়া, ঘরের দুয়ার, ঘরের তালা। সে ঘর আজ খোলা, খোলা তালা ঝুলা। চাবি কার হাতে? যৌন কর্মী, যৌন শিল্পী, সংসদ ভুবনের (?) ভিতর বাইর ও হোটেল- ব্রোথেলে কারা? কাদের লীলাভূমি?

ঈমান ও তাওহীদের বিশ্বায়নের পুনরুথানের সূয্যোদয় হবে বাংলাদেশ থেকে। ইনশাআল্লাহ। কিন্তু উদয়ের গগনে কালো মেঘের বাধা দু’নারী মঞ্চের এইচ আইভি এইডস ব্যাধি। এ বাধা বিদুরনে চাই রিসালাত ভিত্তিক প্রথম শক্তির বিস্ফোরণ। ছাগীর তৃতীয় বাচ্চার তৃতীয় শক্তি নয়। কামাল ও বি, চৌ রা তার দৃষ্টান্ত। দুই ছাগী ও তার বাচ্চাদের খোয়ারস্থ করতে প্রয়োজন পৌরুষ দীপ্ত এক পাঠা শক্তি, ব্যক্তির । ঈমানী পাঠা। পশু পাঠা অবশ্যয় নয়। সুদখোর আরবরা যৌনবিকৃতিতে নি:শেষ। ওদের হারামের উচ্ছিষ্ট চাটা গোলাম আযম, আযিযুল হক ও ফযলুল হকরা পরষ্পর শত্রু হলেও ওদের অভিভাবক শয়তানের নির্দেশে বাংলার ইসলামী যুবশক্তিকে এইচ আইভি, এইডসে এর হাতে ইফতার পার্টী করে বিক্রি করেছে ও করছে। দাড়ি, জোব্বী ও পাগড়ী নিয়ে এ দাইয়ূসরা নারী খোঁপায় আত্নাহুতি দিয়েছে। নেতা কর্মী ও রুকুনদের উকুনসম ছাগীর পশমে পাঠা বলি দিচ্ছে। এ চক্রের মতিয়ার মোল্লা হাসিনার মতিয়া চেৌর নামান্তর।

পাকিস্তানের নরপশু ইয়াহইয়ার আমলেও গোলাম আযম দুটি মন্ত্রীত্বের বিনিময়ে ইসলামী যুবকদের পাঞ্জাবী-বেলুচি পশুদের বিকৃত যৌনতার শিকার করেছিলো। এবার বিশ্বের প্রথম দূর্নীতিপরায়ন ও দারীদ্র্যপীড়িত সরকারের নারী নেত্রীর নরকে নিক্ষেপ করেছে।

অতএব, হে সচেতন ঈমান দীপ্ত ইসলামি আন্দোলনের শাহীন যুবকেরা!

তাবলীগি গাঁজা, লাদেন-সাদ্দামী সন্ত্রাস, জামাতী গনতন্ত্র, শীয়া-সুন্নী হানাহানী ও মুর্খ মোল্লা ওমরী তালেবানীকে তিন ত্বালাক দিয়ে নবী আদর্শে মিল্লাতে ইবরাহীমে শামিল হও। তবেই বুশ-ব্লেয়ার শ্যারণ ত্রয়ের আগ্রাশন রক্ষা পাবে। এরা দাজ্জালের অগ্রসেনা। এদের যারা প্রতিহত করবে, তারাই দাজ্জাল নির্মূল করবে।

বর্তমান অবস্থায় বাংলাদেশে নির্বাচন হলে, সরকার পরিবর্তন হবে। তখন এ দু ছাগীর বাচ্চা আওয়ামীলিগ ও বি এন পি এক হয়ে যাবে। বিপদে পড়বে তোমরা।

দুনিয়া আখেরাতের নিকৃষ্ট জীব ধর্ম ব্যাবসায়ীরা নিশ্চিত জাহান্নামী। এ শাইখুল হাদীস ও নিজামীদের তোমরা রোজ ক্বিয়ামতে দোষারোপ করলে এরা কিন্তু তোমাদের অস্বীকার করবে। মনে রাখবে, এরা কুরআন জানা ক্বোরআন অমান্যকারী, এরা এদের অভিভাবক শয়তানের সাথে সুর মিলিয়ে বলবে 

إِنَّ اللَّهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدتُّكُمْ فَأَخْلَفْتُكُمْ ۖ وَمَا كَانَ لِيَ عَلَيْكُم مِّن سُلْطَانٍ إِلَّا أَن دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِي ۖ فَلَا تَلُومُونِي وَلُومُوا أَنفُسَكُم

আল্লাহ তোমাদের সাথে সঠিক অঙ্গিকার করেছিলেন। আমি তোমাদের সাথে মিথ্যা অঙ্গিকার করেছিলাম। তোমাদের উপর আমার কোন কতৃত্ব ছিলোনা, আমি ডাক দিতেই তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। অতেএব আমাকে দোষ না দিয়ে তোমরা নিজেদের তিরষ্কার করো। (ইব্রাহীম-২২)

নবী আদর্শের সুসংবাদ দাতা ও সতর্ককারী بشير و نذير

Copyright © Technology Is For Us, We Are Not For Technology!!! - - Designed by Maruf Al Berunee -