Popular Post

Archive for September 2016

The easy guide on how to access the Dark Web using Tor

By : Maruf Al Berunee
A complete tutorial for accessing the Dark Web using Tor on Linux, Mac and Windows PCs The Deep Web (or Invisible web) is the set of information resources on the World Wide Web not reported by normal search engines, according a raw estimation of some security experts clear web represents only a small portion of the overall web content, the remaining part is unknown to the majority of web users. Ordinary web users are literally shocked when understand the existence of the Deep Web, a network of interconnected systems, not indexed, having a size hundreds of times higher than the current web, around 500 times. As the name suggests, the Dark Web is an extremely large and hidden portion of the internet, and this guide will help you to access it in a very ‘simple to follow’ guide. Let us start. Getting started In order to access the Dark Web, you will be required to download and installed a browser called Tor. While it is compatible with both Windows and Mac OS X, we will not be recommending you to use these platforms, and for very good reasons, which is security and of course privacy. The damage being inflicted on your operating system in the form of bugs is going to be extremely detrimental, not to mention that you might become the target of government officials, so make sure that you know what you are getting yourself into. Also, it is recommended that you are running the latest version of Mozilla Firefox, since it uses up less resources of your system and also blows up less number of whistles as far as privacy is concerned. Download the official application It is imperative that you read this very carefully. Do not download Tor from any other download site, and we highly recommend that you take the installation file from the official website. After you have downloaded the software, you can wish to test its legitimacy with the Tor Project’s GPG signatures as per the method below. How to identify the legitimacy of a Tor browser download You have to be careful every step of the way so here are the necessary steps that you should take in order to check if the software is legitimate or not. Save the GPG signatures to the same directory as the Tor download and using these tools you can use the following process. Keep in mind that this is going to be for both the Mac and Linux platforms. Make sure that you have GPG Tools for Mac installed and GnuPG for Linux installed. Now, follow the steps given below (keep in mind that you will see the term ‘DownloadLocation’ at various locations of the guide. Replace this with the actual location of your download to avoid unnecessary obstacles standing in your way). 1. Import the public key of the Tor project (type in the same manner): 2. gpg –keyserver x-hkp://pool.sks-keyservers.net –recv-keys 0x4E2C6E8793298290 3. Verify on Linux using the following command: gpg –verify ~/DownloadLocation/tor-browser-linux*.tar.xz{.asc*,} 4. Verify on Mac using the following command: gpg –verify ~/DownloadLocation/TorBrowser-VERSION-osx*_en-US.dmg{.asc*,} The results should look something like the image below:
or Windows, it is going to be a little trickier so be sure to follow the steps without missing anything 1. Get GPG for Windows. The files can be obtained from here 2. Fire up windows command prompt, or cmd (opening as Administrator is recommended) 3. Import the Tor Project signature: “C:\Program Files\Gnu\GnuPg\gpg.exe” –keyserver x-hkp://pool.sks-keyservers.net –recv-keys 0x4E2C6E8793298290 4. To verify the signature using GPG for Windows: “C:\Program Files\Gnu\GnuPg\gpg.exe” –verify C:\DownloadLocation\torbrowser-install-VERSION_en-US.exe.asc C:\DownloadLocation\torbrowser-install-VERSION_en-US.exe 5. Keep in mind that all this process has to be carried out through cmd, or command prompt. How to successfully install Tor on various operating systems Here is how you will successfully be able to install the Tor browser on various platforms. Let us begin. Linux (Debian based systems) You will have the option of installing the Official Tor Repository and downloading it directly. This will save time and verification will be done automatically for you. Debian: nano /etc/apt/sources.list Insert: deb http://deb.torproject.org/torproject.org jessie main deb-src http://deb.torproject.org/torproject.org jessie main Next, do the following: Ctrl+O apt-get update apt-get install tor Ubuntu nano /etc/apt/sources.list Insert: deb http://deb.torproject.org/torproject.org trusty main deb-src http://deb.torproject.org/torproject.org trusty main Ctrl+O apt-get update apt-get install tor Mac Download and install Macports from here 2. Next, open a terminal and type the following command: sudo port install tor Windows Installing the Tor Browser to access the Dark Web on Windows is the simplest process possible. Just install the program like you would any other program. How to navigate around the Dark Web
Keep in mind that this is not Google, but the Dark Web, so it will be difficult for you in finding your way around. This is exactly the reason why a Hidden Wiki exists. There are two versions of Hidden Wiki; one is a uncensored version, which will help you to access explicit content, or things that a righteous man would certainly condemn. As for the censored version, it will display the information as you can see in the image below.
-Technology is for us, we are not for technology

একান্ত নিজের জন্য কিছু সময় দরকার সবার

By : Maruf Al Berunee
জীবনের কিছু অনুভূতি প্রায়ই চাপা দীর্ঘশ্বাস বের করে তার একটা হলো জীবনের প্রকৃত জ্ঞান কিছুটা শিখে সেই মানদন্ডে নিজের জীবনের পেছনের দিকে এক ঝলক তাকানো... খেয়াল হয়, অনর্থক-অকারণ অনেক সময় যা আসলে আমার কোনই কাজে আসবে না। অনেক আলাপে থাকতে চাইনি, অনেক বিষয় জানতে চাইনি, অনেক মানুষের সাথে মিশতে ভালো লাগেনি তাও থাকতে হয়েছে -- সেগুলো নিয়ে খারাপ লাগে; টের পাই অনেক বেশি দৃঢ় হতে হবে আগামী জীবনের জন্য।
আসলে আল্লাহর একজন বান্দা হবার বিষয়টাতে অনেক কিছু ভাবতে হয় না -- শুধু প্রতি মূহুর্তে, ঠিক প্রতিটা ক্ষণে মনে করার চেষ্টা যে এতে কি আমার আল্লাহ খুশি হবেন? খুব বেশি জ্ঞান লাগে না, যেকোন মূহুর্তে, যে কেউ আমরা শুরু করতে পারি, এরপর তিনি ডেকে নেয়া পর্যন্ত তারই কাছে যাবার চেষ্টা -- এতেই এই জীবনের সফলতা। একদিন কেউ থাকবে না, কেউ থাকেও না। পড়ে থাকবে আমার সুন্দর পোশাক, ভালোবাসার মানুষগুলো, আমি চলে যাব মাটির নিচে। পড়েছিলাম একজন ওস্তাদ তার ছাত্রকে শিখিয়েছিলেন, "মাটিকে অবজ্ঞা করো না। তুমি যখন বেঁচে থাকো তখন সে তোমার পায়ের নিচে থাকে, যখন তুমি মরে যাবে তখন সে তোমার উপরে থাকবে।" -- কথাটা পড়ে ধাক্কা খেয়েছিলাম।
প্রাত্যহিক জীবনে অজস্র ফালতু আড্ডাবাজি, বাজে কথার মাঝে পড়ে থাকা হয় আমাদের যা অন্তরকে কঠিন করতে থাকে, অনুভূতিরা ভোঁতা হয়ে যায় -- যার ফলে আল্লাহর বাণী শুনলে হৃদয়ে সহজে দাগ কাটে না। অনেক পাপকে ছোট মনে করে যখন ক্রমাগত করতে থাকি, তখন তা অন্তরকে কঠিন করে দেয়। সলাতে আর শান্তি আসে না। তাওবাহ করে ফিরে আসতে হবে আল্লাহর কাছে, সেই পাপগুলো আর কোনদিন করবো না এমন আন্তরিক তাওবাহ, ক্ষমাপ্রার্থনা করে অশ্রুবিসর্জন। শুধু এই পাপের হিসেব দিতেই হয়ত চলে যাবে আমার সকল সৎকাজগুলোর অর্জন। আল্লাহর ক্ষমা ছাড়া যাবো কই?
নিজেদের জন্য সময় আমাদের খুব কম থাকে। ইন্টারনেট, মোবাইল, ফ্রেন্ডস-ফ্যামিলি শেষে যান্ত্রিক নাগরিক জীবনে একটু একাকীত্ব দরকার যখন আল্লাহকে একদম নিজের মতন স্মরণ করবো। নিজের কাজগুলো আর জীবনের প্রবাহ নিয়েও চিন্তা করা প্রয়োজন। শেষরাতের সলাত আদায় আমাদের একটা সোনালী সুযোগ। আল্লাহ আমাদেরকে তার পছন্দের জীবনকে ধারণ করার তাওফিক দিন। জন্মের পর যে ভ্রমণ শুরু হয়েছিলো আমাদের, আল্লাহর কাছে গিয়েই তার শেষ। হারাবার কিছু নেই যদি জানি প্রতি মূহুর্ত, প্রতিটি নিঃশ্বাস আল্লাহর জন্যই। এই ক্ষণ, এই স্নিগ্ধ বাতাস, এই আলো, সুস্থ চোখ, পড়তে পারার মন-বুদ্ধি, সচল হাতগুলো -- এই নি'আমাতগুলো যেন আমাদের জান্নাতের পথেই পরিচালিত করে, জাহান্নামের পথ থেকে দূরে রাখে... 
স্বপ্ন কারখানা, ঢাকা নগরী। 
১৩ সেপ্টেম্বর, ২০১৬ ঈসায়ী

ইসলাম ও গনতন্ত্র জান্নাত ও জাহান্নামের পথ

By : Maruf Al Berunee
আউযু বিল্লাহি মিনাশ্ শাইতানির রাজীম

আল্লাহ সকল সৃষ্টির স্রষ্টা , লালন কর্তা, মেহেরবান ও দয়াময়। ইবলিস শয়তান মানুষের সৃষ্টিলগ্ন থেকে ঘোষিত শত্রু। পৃথিবীময় মানুষে মানুষে মারামরি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ ও মানুষে মানুষে বৈষম্য সৃষ্টি, সকল শয়তানের কাজ।

“ওয়াল্ আসর ইন্নাল্ ইনসানা লাফি খুসর্।” “যুগের কসম, মানবজাতি নিশ্চিত বিপন্ন।”

বিশ্বময় মানবজাতি আজ ধ্বংসের মুখোমুখি।

*** *** ***

বিশ্বের দরিদ্রতম ঘনবসতিপূর্ন বাংলাদশ শয়তান ও তার সৃষ্ট রাজনৈতিক বাটপারদের “পাতানো খেলে” আজ এক মহা ধ্বংসযজ্ঞের ও মুখোমুখি। কে¦য়ামতের পূর্বে পার্থিব ক্বেয়ামতের দ্বারপ্রান্তে । জন্মের লগ্ন থেকে ভুলের পর ভুলে জাতি জাহান্নামের কিনারে দন্ডায়মান। আর একটি মাত্র ভুল, দুঃস্বপ্নময় পরিনাম ডেকে আনবে।

*** ***

স্রষ্টা ও সৃষ্টির বিধানে কোথাও গনতন্ত্র , ভোটাভুটি বা “অল্পের উপর অধিকাংশের ” নিয়ন্ত্রন বা শাসন নাই, স্রষ্টা এক, সৃষ্টি অসংখ্য। স্রষ্টার বিধানে সৃষ্টি চলে। সৃষ্টির বিধানে নয়। মানবদেহে মাথার ওজন মাত্র দুই তিন কেজি, দেহের ওজন পঞ্চাশ কেজি। দুই কেজি মাথার দ্বারা যদি দেহ নিয়ন্ত্রিত হয়, তাহলে মানুষ সুস্থ। আর যদি পঞ্চাশ কেজি দেহ দ্বারা মাথা চালিত হয়, তাহলে মানুষ উন্মাদ ও পাগল। নরনারীর বিবাহ, একক নর কর্তৃক নারী ও নারী কর্তৃক নরের পছন্দের মাধ্যমে হয়। জনগনের ভোটাভুটিতে হয় না। নারীপুরুষের মিলন ও সন্তানের জন্ম, তাও গনসমাবেশ ও গনভোটে হয়না। পরিবারে মাতাপিতা দু’জন। সন্তান অনেক , সন্তানদের ভোটে পরিবার চলে না। বরং পিতামাতার মধ্যেও একজনের কর্তৃত্ব ও অন্য সকলের আনুগত্বে সংসার “আদর্শ স্বর্গীয় সংসার” হয়।

*** *** *** ***

গনতন্ত্র ও ভোটাভোটি ইবলিস শয়তানের Brain child বা শয়তানী মস্তিষ্কের অবাধ্যতার ফল।

*** *** *** ***

আল্লাহ রাহমান মানুষকে পৃথিবীতে কল্যান ও আখরাতে জান্নাতের দিকে পরিচালিত করে ঈমান ও আমলের দ্বারা। নারী তার পেছনে, “কল্যানীয়া” সহধর্র্মিনী। ইবলিশ শয়তান মানুষকে পৃথিবীতে যৌনবিকৃতি ও পরকাল জাহান্নামের দিকে নিয়ে যায়। নারী তার সামনে, “কামসহচরী”, ধর্ম নষ্টকারিনী। আমরা কোন পক্ষে যাব ? আল্লাহর না শয়তানের?

*** *** *** ***

বাংলাদেশ পৃথিবীর দারিদ্রপীড়িত এক অশান্ত জনবহুল ক্ষুদ্রদেশ। এজাতিই আল্লাহর রহমতের আদর্শ প্রতিষ্ঠার জন্য “পাকিস্তান ” নামের পবিত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পার্থিব স্বার্থের ভাগ বাটোয়ারা নিয়ে মন কষা কষির সময় শয়তান ফাঁকে ঢুকে পড়ে দুই মুসলমান ভাইদের মধ্যে খুনাখুনি আরম্ভ করে দেয়। একদিকে পাঞ্জাবী বিহারী, অপরদিকে বাঙ্গালী। কেউ আর মুসলমান রইল না।আল্লাহ শেষ নবী সঃ বলেছেন, “তোমাদের মধ্যে এমন এক সময় আসবে যখন তোমরা পরস্পর হত্যায় লিপ্ত হবে। তাতে হত্যাকারী ও নিহতরা জাহান্নামী হবে।” তাকে জিজ্ঞাসা করা হলো , ইয়া রাসুলুল্লাহ , হত্যাকারী হয়তো হত্যার জন্য জাহান্নাম যাবে, নিহত ব্যক্তি কেন জাহান্নামী হবে? উত্তওে রসুল সঃ বলেছেন, কারণ , নিহত ব্যক্তিও সুযোগ পেলে হত্যাকারীকে হত্যা করতো।”

*** *** *** ***

হত্যাযজ্ঞ ও খুনাখুনি যে জাতি ও রাষ্ট্রের স্রষ্টা , যে জাতি তওবা করে আল্লাহর কাছে আত্মসমর্পন না করলে “এক মহা হত্যাযজ্ঞের ” মাধ্যমে সে জাতি বিলুপ্ত হয়। বাংলাদেশ আজ সে ক্রান্তি লগ্নে।” আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যে পর্যন্ত না স জাতি তার অন্তর পরিবর্তন করে।” (আল কোরআনঃ রাদ ১১)

*** *** ***

আল্লাহ তাঁর রহমত দিয়ে নরনারীকে স্বামী স্ত্রী , সন্তান সন্তুতি ভাইবোন ও আত্মীয় স্বজন রুপে এক , ঐক্যবদ্ধ ও মিল মোহাব্বতে সুখে দুঃখে পরস্পরকে বেঁধে মানব সমাজকে “একপরিবারে” রুপান্তরিত করেন। অভিশপ্ত শয়তান স্বামী স্ত্রীতে ফাটল ধরায়। তারপর মানব সন্তানদের একের পর এক রক্তে, বর্ণে,ভাষায়, পেশায় ও ভৌগোলিক সীমায় বিভক্ত কওে রাষ্ট্র, জাতি ও প্রজাতিতে শতধা বিভক্তির পর বিভক্ত করে পরস্পরকে গোষ্ঠীগত কলহ ও দ্বন্দে লিপ্ত করে। শান্তির সমাজ , স্বার্থদ্বন্ধের মানব সমাজের নরকের রুপ নেয়।

*** *** *** ***

وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا “আল্লাহর রশিকে সবে মিলে সর্বশক্তি দিয়ে ধারন করো, কখনো বিভক্ত হয়ো না,” ঈমানদার জনগোষ্ঠীর জন্য আল্লাহর নির্দেশ। এক ঘরে দশ ভাই, সমাজসেবী, চিকিৎসাবিদ, প্রকৌশলী, আইনজীবী, শিক্ষক, ধর্মগুরু, ব্যবসায়ী, কর্মচারী, কৃষক ও শ্রমজীবী। এরা প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে পরিবারের পরস্পরের সহায়ক হলে পরিবারটি কেমন হয়? আর যদি প্রত্যেকে নিজ নিজ পেশাভিত্তিক সংগঠনের সদস্য হয়ে স্বীয় স্বার্থের পূজারী হয়ে দ্বন্ধে লিপ্ত হয়, তা হলেই বা পরিবার টি কিরুপ হয়?

প্রথমটি আল্লাহর রহমতের বন্ধনে তৈরী স্বর্গীয় পরিবার। দ্বিতীয়টি শয়তানী বিভক্তির অভিশপ্ত পরিবার।

*** *** ***

বর্তমানের রাজনৈতিক দলসমূহ, ছাত্রদলসমূহ, শিক্ষক সমিতি, মহিলা পরিষদ, চিকিৎসক সমিতি, সরকারী কর্মচারী সমিতি, বেসরকারী কর্মচারী সমিতি, শ্রমিক দল, ইত্যাকার সকল গোষ্ঠী-বিভক্তি, আল্লাহর কসম, শয়তানের নারকীয় নৈরাজ্য, যার নাম বর্তমান রাজনীতি।

এ সকল দলাদলি ও সংঘাত নির্মূল করে মানুষে মানুষে ভাই, নর ও নারীতে “ঘর ও বাহির”, শ্রমিক ও মালিকে পিতা পুত্র, শাসক ও শাসিতে “ইমাম ও মুক্তাদী”, পিতা ও পুত্রে গুরু ও শিষ্য ও সর্বোপরি, বিশ্বের মানব জাতিকে “নেক ও এক” করার “আসমানী সংগ্রাম”ই ঈমান, জিহাদ ও আল্লাহর এবাদত, বেহেশত ও মুক্তির চাবি।

এর বাইরে, সকল মত ও পথ, শয়তান-সৃষ্ট কুফর ও কাফেরীর, “মাথা-গোনা” গনতন্ত্রের । যার পরিণাম, এজন্মে সংঘাত ও “সাফাকুদ্দিমা” বা রক্তক্ষয়ী খুনখারাবী; পরজন্মে জাহান্নাম।

হে মানুষ, কোন্ পথ তোমার, শয়তানের, না “রাহমানের”?

do you believe in soul mate?

By : Maruf Al Berunee
1.
And wide eyed companions,
Like hidden pearls.
- The Quran, the Inevitable, 56:22-23 

We have made them pure - virginal -
friends - lovers - for the Companions of the Right Side. - 56:36-37

Your partners are your garments and your are their garments.
- The Quran, the Heifer, 2:187


2.
“What you think of soul mate?”

“Do you believe in soul mate?”

Someone asked those questions to me few months back. Do I believe in such concept, I was asked.

I didn’t answer that day because I do not know. I did not know. 

Few days after that I had a chance to spend some quiet time in a nearby park and it was so lovely that rain started as I was strolling in the park and I found myself taking shelter on a floating deck restaurant. The view from the deck met the rain drops coming down and kissing the surface of the lake. There is so much beauty in the world, so often so hidden from our eyes and heart! While enjoying the rain, I sat down and wrote this small piece on the inspiration about soul mate.

3.
From my limited life experience so far I have no doubt about human heart’s infinite capacity to love another human heart, and the human being to whom that heart belongs to. And why this should be surprising when each human being has as his or her essence – the divine quality, al-Wadud: the Lover, the Beloved and the Love – the Source of All Three.

Each human being has tremendous capacity to love. The person whom you can give the most amount of love, and / or from whom you can attract or receive the most amount of love unrestrained – is your soul-mate: The friend of the soul, the soul's beloved, the beloved at the soul level, the anam caraal habib.

Through many life time, this tremendous capacity of our soul, for some, remain only an unrealized possibility unfortunately. Such possibility doesn’t always find their reciprocity and the story doesn’t always end as ‘...and they lived with each other happily ever after’ - fashion. But this never invalidate the domain of true lovers or the manifestation of soul mate. Infact the greatest love stories known to mankind became great only in their separation, not in their union - such is the paradox of love.

Yes there are human characteristic trait which make us attracted to certain person / personality and make us not so attracted to others / types of personality. This does not mean that we can not transcend our limitations to love anyone or anybody with our highest love that our heart is gifted with. Infact the wise ones say that the ones most difficult to love, deserve the most love from us. Remember how its the sick ones who need medicine. And infact to direct our heart to love whom our ego find most resistance to love is perhaps the most effective spiritual practice to widen our heart's capacity for love. It is like an exercise for the nafs (ego) and the qalb (heart).

Due to our heedlessness, due to our too much absorption into the material world we begin to lose our pure capacity to love with which we were born into this world. With time many of us actually forget to love that encompasses in a grand way. The boundless love of ar Rahman and ar Rahim  - two essential and most encompassing attribute of God.The great beings who lived among us, whom many hearts came to love, receive that love because they were human beings who were able to maximize their heart's capacity to love. If you think, you will understand that the great ones we remember,  our heart is made to remember, who perhaps lived in thousands of years back, are remembered exactly because they could love others with an uncompromising love the ordinary mind can not even imagine.To human history such beings we call luminous beings, the divine messengers, the saints, the awliyas.

Those whom we adore, whom many hearts love with such single pointed devotion, the great godly beings (rabbani), they succeeded in doing exactly so. Such quest to love more fully is the quest which all mystics have.

Just as one is his or her destiny and the destiny does not wait somewhere else outside of themselves but it is through them that their destiny manifest - the same parable applies for soul mate. In our new age discourse, often time an illusion is created that there is one, only one in the whole universe who is your soul mate and unless you have not found him or her, you haven't found your love truly. Well, in a sense it is true, but not like how it is thought or imagined to be true.

Popularly some believe that there is only one soul mate for us out there, which is right and wrong at the same time (yes reality permits such paradoxes, the simplest example is a glass half full and half empty at the same time, in quantum physics light particles behave both was wave and particle as well). When one is able to love another human being with perfect love, then that person become the focus of the heart and hence become the unique and one 'soul mate' for the person and since within human breast there is only one heart, so the perfected love becomes arrested to only one as well. In that state, there is only one beloved, one soul mate. So from post-love perspective, there can only be one soul mate for individual soul in the moment; but from another perspective, the possibility for the heart's ability to love any human being with a more perfected love and hence embracing that human being as soul mate is an open possibility and dynamic. The soul mate is not a static possibility with a single person waiting somewhere. It is an ever dynamic possibility, always present knowing no limitations.

Give me freedom to sing without an echo,
Give me freedom to fly without a shadow,
and to love without leaving traces. 
- Message of the Golden Sufi

So there is a discovery awaiting for each of us. The discovery to find the soul mate. Not somewhere else but by being more loving and being more open to love. It is not subject to speed dating but even the long married spouse whom one partner never allowed himself or herself to love or let be loved so completely, can also become the soul-mate for the rest of the life time once the love is perfected. To allow others to love us takes much much courage because it transports us into a very vulnerable place where we have to let go the last boundaries by which we separate and (tend to) protect out individuality.

You may find your soul mate in any person if you are able to love that person with a love that your heart is capable of to the highest degree, with the highest unconditionality, so unconditionally that your eyes can never look upon anybody else like that, so unconditionally that your heart has no more space for anyone else.

"God has not placed two hearts in the bosom of men." - as says the revelation.

And Allah knows the best, the Exalted, the Bestower of Wisdom.

4.
The moment I first heard about my love story
I was looking for you,
Not knowing that lovers don't meet anywhere,
they are inside each other, all along.
- Hafiz

(to be continued)


courtesy: techofheart.co

Copyright © Technology Is For Us, We Are Not For Technology!!! - - Designed by Maruf Al Berunee -