Popular Post

Posted by : Maruf Al Berunee Wednesday, July 9, 2014

দীর্ঘ দিনের ফেসবুক ব্যবহার.
             -- Elora Zaman

কঠিন পৃথিবী আর অমায়িক ফেইসবুক। আমাদের জীবনে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে এই আজব জিনিস। সে দিয়েছে অনেক। নিয়েছে তার চাইতেও বেশি। আগে নেয়াটার কথাই বলি। মধ্যবিত্ত জীবনের চিরাচরিত নেগেটিভ চিন্তা ভাবনা। কি করব?আমি অতি মূর্খ অভাজন। গরিবী সেইসব টিপিক্যাল চিন্তাভাবনা থেকে আজও বেরোতে পারিনি। হাই লেভেলের আধুনিক মানুষদের মত করে ভাবতে পারিনা। উদার হতে পারিনা অতটা। কোথায় যেন এক প্রকারের চির মূর্খতা আজও কাজ করে ভেতরে।

ফেইসবুক জীবন থেকে নিয়েছে অনেকখানি সময়, অনেকেরই। নেশার মত। এই মাদকতায় ডুবে গিয়ে অনেকে বুঝেছে তারা কতটুকু নিঃসঙ্গ। ভেঙ্গেছে অনেক ঘর। মানুষ স্যাক্রিফাইস করতে ভুলে গিয়েছে। রাগ, অভমান, হিংসা, ক্ষোভ, মানবতা, ভালোবাসা এইসবের দমন করেছে ফেইসবুকে। বাইরের পৃথিবী থেকে সে নিজেকে আলাদা করে ফেলেছে নিজেরই অজান্তে। পরিবারের সাথে একসাথে বসে খাওয়া, সময় কাটানো কমে গিয়েছে। অপরিচিত এইসব মানুষদের ভালো লাগতে শুরু করেছে। একধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধে সে জড়িয়ে পড়তে পছন্দ করেছে। জানে যদিও সবই অর্থহীন।

আবার এই সর্বনাশা কুলাঙ্গার ফেইসবুক আমাদের মত মানসিকভাবে হতদরীদ্র মানুষদের দিয়েছেও অনেক। আমরা আত্মন্নয়ন শিখেছি। একটা ফেইক আইডির সাথেও ভালো ব্যাবহার করতে শিখেছি। অথবা সামনাসামনি যাকে গালি দেয়া সম্ভব হতনা কস্মিনকালেও তাকে হরদম বকে যাচ্ছি। বিভিন্ন বয়সের বিচিত্র মানুষদের সাথে হরদম তাল মিলিয়ে চলে যাচ্ছি হামেশা। আপনি ৫০০০ মানুষের সামনে নিজের বক্তব্য তুলে ধরছেন লাউডলি। অথচ বাস্তব জীবনে যদি আপনাকে একটি মঞ্চে দাড় করিয়ে দিয়ে বলা হত, 'এবার বল তুমি কি বলতে চাও'। আপনি নিশ্চিতভাবেই ঘেমে নেয়ে উঠতেন।

মানুষেরা তাদের ভালবাসা ঘৃণা এইসবের অবদমন করতে চায় এই নিষ্প্রাণ ফেইসবুকের পাতায়। সকলে গ্রহন করে নেয়। যে দমন করছে তার তৃপ্তি ঘটে। ১৬ ইঞ্চি মনিটরে হাজার মানুষের দুঃখ গাঁথা, বিলাপ, অসহায়ত্ব, কান্না, অতৃপ্তি, ভালোবাসা, রাগ, উন্মাদনা, হিংসা সবকিছু মিলে মিশে একাকার। অনেকে এই ভার্চুয়াল জীবনে পেয়ে যায় অনেক কিছু, অনেকে হারায় অনেক। অনেকে কিছুই না পেয়ে কিংবা হারিয়ে ভাবে, আসলেই কি এর দরকার ছিলো? অনেকে জনসচেতনতার জন্য ব্যাবহার করে এর। অনেকে সময় কাটায়। অনেকে জীবন দেখে নেয়। পুরো একজীবন।

অনেকদিন যাবত এই ফেইসবুক ব্যাবহার করবার পর আজ শেষ পর্যন্ত মনে হচ্ছে এই কি আশীর্বাদ না অভশাপ? বাইরের পৃথিবী অনেক কঠিন কিন্তু এই ফেইসবুক কি সত্যিই অমায়িক?

ফেসবুকে আমি

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Copyright © Technology Is For Us, We Are Not For Technology!!! - - Designed by Maruf Al Berunee -