- Back to Home »
- Earthquack , ভূমিকম্প , সুরা আর রুম , সুরা সাজদা , সূরা আত তওবা , সূরা শুরা »
- ভূমিকম্প!!!
ভূমিকম্প থেকে বাঁচার আসল রাস্তা বাদ দিয়ে আমরা খুঁজছি মেকি রাস্তা। ঈমান আমালের উন্নতি, গুনাহ ছেড়ে দেয়া, আল্লাহর অনুগত দাসে পরিণত হওয়া ইত্যাদি আসল কাজ বাদ দিয়ে আমরা গবেষণা করছি কীভাবে খাটের নিচে বসে থাকবো, কীভাবে ঘরবাড়ি বানালে বেঁচে থাকবো আরও কতো আকাশ কুসুম চিন্তায় মগ্ন আমরা। অথচ মহান আল্লাহর এই আযাব থেকে বাঁচার একমাত্র উপায় হল নিজের সমস্ত ইচ্ছাকে, সমস্ত কাজকর্মকে মহান আল্লাহর হুকুমের সামনে অবনত করে দেয়া।
"তারা কি লক্ষ্য করে না, প্রতি বছর তারা দু'একবার বিপর্যস্ত হচ্ছে? এরপরও তারা তাওবাহ
করে না, কিংবা উপদেশ গ্রহণ করে না।" [সূরা তাওবাহ : ১২৬]
"তোমাদের উপর যেসব বিপদ-আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গোনাহ ক্ষমা করে দেন।" [সূরা আশ শুরাঃ ৩০]
“স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান,যাতে তারা ফিরে আসে। (আর রুমঃ ৪১)
"বড় শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে ছোট শাস্তির স্বাদ আস্বাদন করাব, যাতে তারা ফিরে আসে।" [সুরা সাজদা:২১]
তারপরও কি আমরা তাওবা করে আল্লাহর পথে ফিরে আসবো না? আর কতো অবাধ্য হবো?